শেষ আপডেট: 13th February 2025 21:27
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ২০ তারিখ আয়োজন করা হবে। প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট দল। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়া দুবাই রওনা দেবে। তবে দুবাইয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে পরিবারের কেউ থাকতে পারবেন না। এই টুর্নামেন্টেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নয়া ট্রাভেলিং পলিসি লাগু হতে চলেছে।
ভারতীয় ক্রিকেট দল দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। এরপর ভারতের সামনে মহাসংগ্রাম। ২৩ ফেব্রুয়ারি খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বের তৃতীয় তথা অন্তিম ম্যাচটি আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত প্রত্যেকটা ম্যাচই দুবাইয়ে খেলবে। বাকি ম্যাচগুলো অবশ্য পাকিস্তানেই আয়োজন করা হবে।
এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট দলকে প্রায় তিন সপ্তাহ দুবাইয়ে থাকতে হবে। আগামী ৯ মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। কিন্তু, বিসিসিআই এই সফরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পরিবারের কাউকে আসার অনুমতি দেয়নি। নতুন নিয়ম অনুসারে, কোনও বিদেশ সফরে ভারতীয় ক্রিকেট দল যদি ৪৫ দিন কিংবা তার বেশি সময় কাটায়, তখন ২ সপ্তাহের জন্য পরিবারকে পাশে থাকার অনুমতি দেওয়া হবে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, 'যদি নিয়মের কোনও হেরফের হয়, তাহলে সেটা আলাদা ব্যাপার। নাহলে এই সফরে ভারতীয় ক্রিকেটাররা তাঁদের স্ত্রী কিংবা পার্টনারদের সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। একজন সিনিয়র ক্রিকেটার এই ব্যাপারে প্রশ্নও করেছিলেন। কিন্তু, বোর্ডের পক্ষ থেকে তাঁকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'যেহেতু এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলকে ১ মাসেরও কম সময় বিদেশে কাটাতে হবে, তাই পরিবারকে সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু, তা সত্ত্বেও যদিও কোনও ক্রিকেটারের স্ত্রী কিংবা পার্টনার আসতে চায়, তাহলে সেই খরচটা ওই ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে দিতে হবে।'