শেষ আপডেট: 31st January 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো : মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কার্যত অসাধ্যসাধন করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে দাপুটে জয়লাভ করে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের খেলতে হবে। ভারতের এই জয়ের পর পারুনিকা শিশোদিয়ার হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
শেষ চারের লড়াইয়ে শুরু থেকেই ম্য়াচের রাশ ভারতীয় ক্রিকেটারদের হাতেই ছিল। টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, তাদের সেই সিদ্ধান্ত একেবারে ফলপ্রসূ হয়নি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা মাত্র ১১৩ রান করতে পারে। সর্বাধিক ৪৫ রান করলেন ডাভিনা পেরিন। তাঁকে কিছুটা হলেও সঙ্গত দিয়েছিলেন অধিনায়ক অ্যাবি নরগ্রোভ (৩০)। সবথেকে বড় কথা দলের ৬ ব্যাটারই এক অঙ্কের রানে প্যাভিলিয়নে ফিরে যান। তবে ইংল্যান্ডের এই হতশ্রী পারফরম্য়ান্সের পিছনে ভারতীয় বোলারদের অবদান অনস্বীকার্য। তিনটে করে উইকেট শিকার করেন পারুনিকা শিশোদিয়া এবং বৈষ্ণবী শর্মা। তবে ইকোনমি রেট পারুনিকার সামান্য কম থাকার কারণে তাঁর হাতেই ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
এরপর আসে ভারতের ব্যাট করার পালা। ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়াকে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। সেমিফাইনাল ম্য়াচে দুর্দান্ত একটা হাফসেঞ্চুরি হাঁকালেন জি কমলিনী। ৫০ বলে তাঁর ব্যাট থেকে ৫৬ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। কমলিনীর এই ইনিংসে আটটি বাউন্ডারি রয়েছে। এছাড়া ভারতের জয়ের পথ অনেকটাই প্রশস্থ করে দিয়েছিলেন গঙ্গাদি তৃষা। তিনি ২৯ বলে ৩৫ রান করেন। তৃষা এই ম্য়াচে পাঁচটি চার মেরেছেন। শেষপর্যন্ত কমলিনীকে সঙ্গ দিয়েছেন সানিকা চালকে। ১২ বলে ১১ রান করলেও একটা বাউন্ডারি হাঁকিয়ে তিনিও নিজের হাত সেঁকে নিয়েছেন। ব্রিটিশ বোলারদের মধ্যে ফোয়েব ব্রেট ছাড়া আর কেউই উইকেট শিকার করতে পারলেন না।
এবার ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে কেউ হারেনি। শুক্রবার সেমির লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাও অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে। সুতরাং, ফাইনালেই শেষপর্যন্ত শক্ত গাঁট ভাঙতে চলেছে। প্রসঙ্গত, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল রোহিত শর্মার দল। সেবারও ফাইনালে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকাই। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ রানে জয়লাভ করেছিল। দাদাদের দেখানো সেই পথেই কী এগিয়ে যেতে পারবে বোনেরা? সেটা অবশ্য সময়ই বলবে।