শেষ আপডেট: 26th July 2024 17:27
দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়া কাপের শুরুটা দারুণ করেছিলেন ভারতের মেয়েরা। পাক দলকে হেলায় হারিয়েছিল। এবার বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটে টানা নয়বার ফাইনালে উঠল হরমনপ্রীত কাউরের দল।
শ্রীলঙ্কার ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে একপ্রকার উড়িয়ে দিয়েছেন ভারতের মেয়েরা। তাঁরা খেলার শুরু থেকেই ফুরফুরে মেজাজে ছিলেন। মাঠে নেমে তার প্রভাব দেখা গিয়েছে। বাংলাদেশের ৮০/৮-র জবাবে ভারতীয় মহিলা দল ১১ ওভারে ৮৩/০ করে ম্যাচ জিতে নিয়েছে।
সেমিফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দলের মধ্যে ফাইনাল খেলবেন মান্ধানা, হরমনপ্রীতরা। টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছিল। সেটাই তাদের মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছে। বাংলাদেশের দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন অধিনায়িকা নিগার সুলতানা (৩২) ও স্বর্ণা আখতার (১৯)। বাকিরা এসেছেন, আর ফিরেছেন। ভারতের বোলারদের কাছে বাংলাদেশ ব্যাটাররা অসহায় ছিলেন।
ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা (২৬) ও স্মৃতি মান্ধানা (৫৫) দু’জনেই জয়ের রান তুলে দিয়েছেন। স্মৃতির এই ম্যাচ জেতানো ইনিংসে রয়েছে নয়টি চার ও একটি ছক্কা।
বাংলাদেশ শুক্রবার সেমিফাইনালে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে। তাদের ৪৪ রানে দ্রুত ছয় উইকেট পড়ে গিয়েছে। ভারতীয় দলের হয়ে বোলিংয়ে বিধ্বংসী ছিলেন রেনুকা সিং, তিনি ১০ রানে তিন উইকেট নিয়েছেন। পাশাপাশি ১৪ রানে তিন উইকেট নিয়েছেন রাধা যাদব। দুই স্পিনারই উড়িয়ে দিয়েছেন বিপক্ষ ব্যাটারদের।
ভারতের মেয়েরা যা খেলছেন, তাতে এশিয়া কাপ জয় সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়।