শেষ আপডেট: 16th December 2023 13:09
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে টেস্ট ম্যাচে বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতীয় মেয়েরা। ৩৪৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব রেকর্ড করলেন হরমনপ্রীত কৌররা।
টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা। তৃতীয় দিনেও বল তিনিই হিরো। দিনের শুরুতেই ভারতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দেন অধিনায়ক হরমনপ্রীত। জেতার জন্য ইংল্যান্ডের সামনে ছিল ৪৭৯ রানের টার্গেট। সেই রান তাড়া করার জন্য ব্রিটিশ মেয়েদের কাছে তিনদিন সময় ছিল। কিন্তু ভারতীয় বোলারদের কাছে 'আত্মসমর্পণ' করল ইংল্যান্ড।
প্রথম ইনিংসের থেকেও কম রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে দীপ্তি একাই নেন ৪ উইকেট। এই ম্যাচে মোট ৯ উইকেট পেলেন তিনি। দীপ্তি ছাড়াও পূজা ভাস্ত্রাকর ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট রাজশ্রী গায়কোয়াডের ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন রেণুকা ঠাকুর সিং।
ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক হেয়াথের নাইট (২১)। এছাড়াও ২০ রান করেন চার্লোট ডিন আর কেউই ২০ রানের গন্ডি পেরোতে পারেননি। ইংল্যান্ড দুর্গ ভেঙে দিলেন দীপ্তিরা। শনিবার খেলা শুরু হওয়ার পর মাত্র ১ ঘণ্টা ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস।
মুম্বইয়ে ঘরের মাঠের টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। প্রথম ইনিংসেই ৪০০ রানের গন্ডি পেরিয়ে যায় ভারতীয় মহিলা ব্যাটাররা। এত রানে পৌঁছনোর পিছনেও কথা বলেছিল দীপ্তির ব্যাট। শেষের দিকে নেমে ১১৩ বলে ৬৭ রানের মুল্যবান ইনিংস খেলেন তিনি।
ভারতের প্রথম ইনিংসের ৪২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অলআউট মাত্র ১৩৬ রান। দীপ্তি একাই নেন ৫ উইকেট। ৫.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান দিয়েছেন এই ডানহাতি স্পিনার। টেস্ট ম্যাচে এটাই দীপ্তির নেওয়া প্রথম ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনিই নেন ৪ উইকেট। ভারত জেতে ৩৪৭ রানে। এতদিন মেয়েদের ক্রিকেটে টেস্ট ম্যাচে সব থেকে বড় জয় ছিল শ্রীলঙ্কার। ২৫ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানে জিতেছিল তারা।