শেষ আপডেট: 25th January 2025 22:41
দ্য ওয়াল ব্যুরো : এলেন, দেখলেন এবং জয় করলেন। ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার তিলক বর্মার প্রশংসা যতই করা হোক না কেন, সেটাই কম মনে হবে। শনিবার (২৫ জানুয়ারি) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলেত নেমেছিল ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২ উইকেটে রোমাঞ্চকর জয়লাভ করে। পাশাপাশি পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরুটা অবশ্য ভাল করতে পারে। একটা সময় তো ৬৬ রানে টিম ইন্ডিয়ার ৪ উইকেট পড়ে গিয়েছিল। এরপর দলের হাল ধরলেন ভারতের তরুণ ব্য়াটার তিলক বর্মা। ৩৯ বলে তাঁর ব্যাট থেকে একটি গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি বেরিয়ে আসে।
সবথেকে বড় কথা, এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা যখন নিয়মিত ব্যবধানে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, সেইসময় একটা দিক আঁকড়ে ধরে রাখেন তিনি। প্রথমে সূর্যকুমার যাদবের সঙ্গে ৩৯ রানের এবং তারপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ৩৮ রানের দুটো সময়োপযোগী পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। আর এই দুটো পার্টনারশিপ ভারতের সামনে জয়ের রাস্তা প্রশস্থ করে দেয়। অবশেষে ৪ বল বাকি থাকতেই আসে সেই কাঙ্খিত জয়। ৭২ রানে অপরাজিত থাকেন তিলক।
(বিস্তারিত আসছে...)