শেষ আপডেট: 22nd January 2025 22:26
দ্য ওয়াল ব্যুরো : ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হেসেখেলে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। বুধবার (২২ জানুয়ারি) ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে ভারত ৭ উইকেটে জয়লাভ করেছে। একা অভিষেক শর্মাই ব্রিটিশদের হাত থেকে কেড়ে নিয়েছে ম্যাচ। সেইসঙ্গে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে কায়েম করেছে এক নয়া ইতিহাস। সবথেকে বেশি বল বাকি থাকতেই তারা এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিয়েছে।
৪৩ বল : ১৩৩ রানের টার্গেট, কলকাতা, ২০২৫
১৩ বল : ১৫৮ রানের টার্গেট, পুনে, ২০১২
১৩ বল : ১৬৫ রানের টার্গেট, অহমেদাবাদ, ২০২১
এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্য়াট করতে নেমে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১৩২ রানের পুঁজি নিয়ে তারা যে এই ম্যাচটা জিততে পারবে না, সেটা আগেই বুঝতে পারা গিয়েছিল। একা জস বাটলারই ইংল্য়ান্ড শিবিরের সেনাপতি হয়ে লড়াই করলেন। কিন্তু, অভিষেকের ৮ ছক্কার সামনে ইংল্যান্ডের যাবতীয় জারি-জুরি শেষ হয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে খুব একটা অসুবিধে হয়নি টিম ইন্ডিয়ার। টার্গেট কমই ছিল। একমাত্র অভিষেক ছাড়া ভারতীয় ব্যাটারদের খুব বেশি আর মাথা ঘামাতে হয়নি। সূর্যকুমার যাদব (০), তিলক বর্মা (১৯) এবং সঞ্জু স্যামসন (২৬) কলকাতায় এসে ট্রামের টিকিট কাটলেও, অভিষেক কার্যত বুলেট ট্রেনে চেপে দৌড়তে শুরু করেন। তিনি ৫ চার এবং ৮ ছক্কায় ইংরেজ ক্রিকেটারদের থেকে 'লগান' উসুল করে নেন। সেইসঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্স যে সমর্থকদের অনেকটাই স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।