শেষ আপডেট: 12th June 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: ফিফার কাছে নালিশ করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। কাতারের কাছে ১-২ গোলে হেরেছে ভারতীয় দল। এই হারের কারণে বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি ভারতীয় দল।
কাতারকে অবৈধভাবে গোল পাইয়ে দিয়ে সুবিধে করতে দিয়েছেন কোরিয়ান রেফারি। ম্যাচের ৭৩ মিনিটে কাতারের পক্ষে গোল দেন ইউসুফ আইয়েম। মাঠের বাইরে চলে যাওয়া বলকে নিয়ে এসে শটে গোল করেন ইউসুফ। এই গোলেই সমতা ফেরে ম্যাচে। ম্যাচের ৮৫ মিনিটে কাতার আরও একটি গোল করে জিতে যায়।
ভারতের অধিনায়ক থেকে কোচ, সকলেই এই ঘটনায় সমালোচনায় সরব। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কেন ভার প্রযুক্তি নেই, সেটি নিয়েও কথা হচ্ছে। ভার প্রযুক্তি থাকলে গোল বাতিলের ঘটনা ঘটত।
রেফারির এই ভুলের খেসারত দিতে হয়েছে পুরো ভারতীয় দলকে। ফিফা আধিকারিক ও এএফসি-কে লেখা চিঠিতে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে লিখেছেন, ‘‘হার-জিৎ খেলার অঙ্গ। কিন্তু এভাবে রেফারি কেন ভুল একটি সিদ্ধান্ত নিলেন, তারজন্য আমরা আপনাদের হস্তক্ষেপ চাইছি। এজন্য আমরা তদন্ত দাবি করছি, সেইসঙ্গে ক্ষতিপূরণও চাইছি। কারণ আমাদের এ ম্যাচের জন্য অনেক অর্থ খরচ হয়েছে।
কোরিয়ান রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দল প্রতিবাদও জানায় মাঠে। কিন্তু কাজের কাজ হয়নি। দেখা যায়, ভারতীয় ফুটবলারদের আবেদনে কর্ণপাতই করেননি রেফারি। কাতার ফুটবলাররাও অবাক হয়ে যান ওই সিদ্ধান্তে।