শেষ আপডেট: 4th February 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ যাই হোক। উপলক্ষ্য যাই হোক। ভারত বনাম পাকিস্তান মানেই বক্স অফিস। আর এর রেশই ধরা পড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরুর প্রথম দিন। গতকাল ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় অনলাইন পোর্টাল চালু হয়। আর এক মিনিটের মধ্যে নিঃশেষিত হয়ে যায় ভারত-পাক মহারণের সমস্ত টিকিট। প্রিমিয়াম থেকে রেগুলার। কোনও ধরনের টিকিটই আর বেঁচে নেই।
২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এবারের আইসিসি টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত পড়শি দেশের মাটিতে খেলতে অস্বীকার করে। ফলে বাধ্য হয়ে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত নেয়। এর ফলে পাকিস্তানের বদলে ভারত তাদের গ্রুপ স্টেজের সমস্ত ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকী গ্রুপের বাধা ডিঙিয়ে নক আউট স্তরে (সেমিফাইনাল, ফাইনাল) উঠলেও প্রতিপক্ষ যেই হোক না কেন, দুবাইতেই ভারতের খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি।
গতকাল বিক্রি চালু হওয়ার পর বিভিন্ন স্তরে টিকিটের দাম ধার্য করা হয়। ভারতের খেলা দুবাইয়ের ময়দানে জেনারেল স্ট্যান্ডে বসে দেখতে হলে ভারতীয় মুদ্রায় মোটামুটি ৩ হাজার টাকা দিতে হবে। প্রিমিয়াম সুবিধা সমেত ম্যাচ উপভোগ করতে চাইলে খরচ পড়বে প্রায় সাড়ে ৪৭ হাজার টাকা। এই দুই সেকশন ছাড়া আরও বেশ কিছু স্তরে টিকিটের দাম ঠিক হবে। যদিও তার চূড়ান্ত তালিকা আইসিসির তরফে এখনও বিজ্ঞাপিত হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে (২০ ফেব্রুয়ারি, ভারতীয় সময় দুপুর আড়াইটায়)। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি। ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।