শেষ আপডেট: 3rd November 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে লজ্জার পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে। এমন লজ্জার হার দেখতে হবে, তা স্বপ্নেও ভাবেননি সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি।
এক্স হ্যান্ডেলে সচিন লেখেন, 'ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হার সত্যিই ভীষণ হতাশার, লজ্জার। পর্যালোচনা করার দরকার রয়েছে আমাদের। এটা কি অনুশীলনের অভাব? পর্যাপ্ত প্রস্তুতি ম্য়াচ না খেলার কারণ? নাকি ভুল শট নির্বাচনের ফল? এই নিয়ে কিন্তু ভাবতেই হবে।'
Losing 3-0 at home is a tough pill to swallow, and it calls for introspection.
— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2024
Was it lack of preparation, was it poor shot selection, or was it lack of match practice? @ShubmanGill showed resilience in the first innings, and @RishabhPant17 was brilliant in both innings— his… pic.twitter.com/8f1WifI5Hd
যদিও শুভমন গিল এবং ঋষভ পন্থের প্রশংসা শোনা গিয়েছে সচিনের মুখে। লেখেন, 'মুম্বই টেস্টে প্রথম ইনিংসে শুভমন দারুণ ব্যাটিং করেছে। দ্বিতীয় ইনিংসে পন্থ এক কথায় অনবদ্য। এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই পিচে যেভাবে খেলল পন্থ, তার কোনও তুলনাই হয় না। ও প্রশংসার দাবি রাখে। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেভাবে ওরা ভারতে এসে দুর্দান্ত সিরিজ জিতল, তার জন্য় সব কৃতিত্ব ওদের প্রাপ্য।'
হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কার্যত হতাশ হয়ে পড়লেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রচুর পরিকল্পনা তিনি করেছিলেন। কিন্তু, একটাও কাজে লাগেনি। উল্টে কিউয়ি ক্রিকেটারদের তিনি প্রশংসায় ভরিয়ে দেন।
ম্যাচের শেষে রোহিত শর্মা বললেন, 'একটা টেস্ট সিরিজে পরাজয় কখনই মেনে নেওয়া যায় না। এই হার হজম করা একেবারে সহজ নয়। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। গোটা সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে। আমরা প্রচুর ভুল করেছি। প্রথম দুটো টেস্টে তো আমরা প্রথম ইনিংসেই পর্যাপ্ত রান করতে পারিনি। এই ম্য়াচে ২৮ রানের লিড রেখেছিলাম। আর টার্গেটও তাড়া করা কঠিন ছিল না। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি।'