শেষ আপডেট: 29th January 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-২০ ম্যাচটি আগামী ৩১ জানুয়ারি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হবে। পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। চতুর্থ ম্যাচটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে একদিকে টিম ইন্ডিয়া চাইবে সিরিজটা নিজেদের পকেটে পুরে নিতে। অন্যদিকে, ইংল্যান্ড এই সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফেরাতে চাইবে। তবে এই ম্যাচে কেমন থাকবে আবহাওয়ার হাল-হকিকত? আসুন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।
অ্যাকুওয়েদার থেকে পাওয়া খবর অনুসারে, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত চতুর্থ ম্যাচে বৃষ্টি কোনওভাবে বাধা সৃষ্টি করবে না। রিপোর্ট অনুসারে, আগামী ৩১ জানুয়ারি সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টিপাতে সম্ভাবনা একেবারে নেই বললেই চলছে। ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৭ শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফলে দুই দলের মধ্যে যে ৪০ ওভারের ম্যাচ সুষ্ঠভাবে আয়োজন করা সম্ভব হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।
পুনের উইকেট কালো মাটি দিয়ে তৈরি করা হবে। এই উইকেট যে স্পিন সহায়ক হবে, তা আশা করা যেতে পারে। এখানে জোরে বোলাররা খুব একটা সুবিধে করতে পারবেন না। শুরুর দিকে ব্যাটারদের রান করতে কিছুটা হলেও সমস্যা হতে পারে। কিন্তু, একবার যদি এই উইকেটে চোখ সেট হয়ে যায়, সেক্ষেত্রে রানের জোয়ার দেখতে পাওয়া যাবে। এই মাঠে যে দল টস জিতবে, তারা প্রথমে ব্যাট করতে চাইবে। এই উইকেটে টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কা সর্বাধিক ২০৬-৬ রান করেছিল। ভারত এই উইকেটে সর্বনিম্ন ১০১ রান করেছিল।
এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট চারটে টি-২০ ম্যাচ খেলেছে। ২০১২ সালে প্রথম টিম ইন্ডিয়া এই মাঠে খেলতে নেমেছিল। পুনের এই মাঠে ভারতীয় ক্রিকেট দলের জয়ের শতকরা হার ৫০-৫০। কারণ এই মাঠে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ২ ম্যাচে জয়লাভ করেছে। বাকি ২ ম্যাচে তারা হেরে গিয়েছে।
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ সামি এবং বরুণ চক্রবর্তী।