শেষ আপডেট: 29th January 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে ভারত এবং ইংল্য়ান্ড ক্রিকেট দল। আগামী ৩১ জানুয়ারি এই সিরিজের চতুর্থ ম্যাচটা পুনেতে আয়োজন করা হবে। রাজকোটে আয়োজিত তৃতীয় ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৬ রানে হেরে গিয়েছিল। এখনও পর্যন্ত তিনটের মধ্যে ২ ম্যাচে জয়লাভ করেছে। আর একটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট দল আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ বদল করা হতে পারে।
ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি হিসেবে আরও একবার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে সুযোগ দেওয়া হতে পারে। যদিও দুজনের কেউই গত ২ ম্যাচে তেমন নজর কাড়তে পারেননি। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের কাছে স্যামসন এবং অভিষেক ছাড়া আর কোনও বিকল্প নেই। সেকারণে অভিষেক এবং সঞ্জুকে আবারও একই জায়গায় ব্যাট করতে দেখা যাবে।
এই স্কোয়াডের ৩ নম্বরে তিলক বর্মা এবং চতুর্থ স্থানে সূর্যকুমার যাদবকে দেখতে পাওয়া যাবে। এই সিরিজে তিলক বর্মা এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে পারফরম্যান্স করেছেন। কিন্তু, সূর্যের ব্যাটে এখনও পর্যন্ত রানের খরা অব্যাহত। এর পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেল দায়িত্ব গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে বাদের তালিকায় নাম লেখাতে পারেন ধ্রুব জুরেল। কারণ গত ২ ম্যাচে টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার কার্যত হতাশ করেছেন। গত ২ ম্যাচে তিনি যথাক্রমে ২ এবং ৪ রান করেছেন।
এই দলে স্পিন বোলার হিসেবে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। এর পাশাপাশি বাদের খাতায় নাম লেখাতে পারেন রবি বিষ্ণোই। বিশেষ করে তৃতীয় ম্যাচে তিনি যথেষ্ট রান খরচ করে ফেলেছিলেন। ৪ ওভারে মোট ৪৬ রান দেন তিনি। রবি বিষ্ণোইয়ের জায়গায় আর্শদীপকে সুযোগ দেওয়া হতে পারে। আর্শদীপকে তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। এর পাশাপাশি পেস বোলিং ডিপার্টমেন্টে মহম্মদ সামিকে সুযোগ দেওয়া হতে পারে।
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ সামি এবং বরুণ চক্রবর্তী।