শেষ আপডেট: 29th January 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো : কলকাতা এবং চেন্নাইয়ে হারের পর রাজকোটে ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে তারা ২৬ রানে জয়লাভ করেছে। এই জয়ের পাশাপাশি পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে ব্রিটিশ ক্রিকেটাররা কিছুটা হলেও অক্সিজেন বাঁচিয়ে রেখেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সূর্য অ্যান্ড কোম্পানি এই সিরিজে ৩-০ ব্যবধানে লিড নেওয়ার চেষ্টা করলেও, রাজকোটে সেই স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। তবে চতুর্থ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করতে চাইবে। পাশাপাশি বাটলার ব্রিগেড এই ম্যাচে জয়লাভ করে সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফেরাতে চাইবে।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-২০ ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই উইকেটে সচরাচর ব্যাটারদের আধিপত্য দেখতে পাওয়া যায়। পুনের উইকেটে সাধারণত চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়। এই উইকেটে বোলারদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হবে। যদিও এই উইকেট থেকে স্পিনাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। কিন্তু, সন্ধ্যাবেলা এই ম্যাচ আয়োজিত হওয়ার কারণে শিশির অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে।
এই সিরিজে ভারতীয় স্পিনাররা এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। ভারতীয় স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তীর রহস্য ইংরেজ ব্যাটাররা যেন কিছুতেই উদ্ধার করতে পারছেন না। অন্যদিকে, তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের হয়ে আদিল রশিদও ম্যাচজয়ী স্পেল করেছিলেন।
এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট চারটে টি-২০ ম্যাচ খেলেছে। ২০১২ সালে প্রথম টিম ইন্ডিয়া এই মাঠে খেলতে নেমেছিল। পুনের এই মাঠে ভারতীয় ক্রিকেট দলের জয়ের শতকরা হার ৫০-৫০। কারণ এই মাঠে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ২ ম্যাচে জয়লাভ করেছে। বাকি ২ ম্যাচে তারা হেরে গিয়েছে। এই মাঠে যে দল টস জিতবে, তারা প্রথমে ব্যাট করতে চাইবে। এই উইকেটে টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কা সর্বাধিক ২০৬-৬ রান করেছিল। ভারত এই উইকেটে সর্বনিম্ন ১০১ রান করেছিল।