শেষ আপডেট: 27th January 2025 22:03
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচটি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হবে। তৃতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজটা নিজেদের পকেটে পুরতে চায় টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারত আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে ম্যাচ শুরুর আগে জেনে নেওয়া যাক, রাজকোটের ওয়েদার আপডেট। ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনাই বা কতখানি রয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজকোটের আবহাওয়া মূলত গরমই থাকবে। আকাশে কালো মেঘের কোনও চিহ্ন থাকবে না, তা আশা করা যেতেই পারে। ফলে ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের, তেমন কোনও সম্ভাবনা নেই। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ইংল্যান্ড ক্রিকেট দল চাইবে যে বৃষ্টি যেন এই ম্যাচে কোনও বাধা সৃষ্টি না করতে পারে। কারণ, এই ম্যাচ জিতে তারা কিছুটা হলেও সিরিজে কামব্য়াক করতে চাইবে।
এই সিরিজের প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ করে। ১৩৩ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ৪৩ বল বাকি থাকতেই এই ম্যাচে জয়লাভ করে। অভিষেক শর্মা ওই ম্যাচে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন। শেষপর্যন্ত ভারত জয়লাভ করে। এই ম্যাচে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছিলেন বরুণ চক্রবর্তী। সেকারণে তাঁর হাতেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। এরপর দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তিলক বর্মা। আর সেই দৌলতেই টিম ইন্ডিয়া জয়লাভ করে।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল (উইকেটকিপার)।