শেষ আপডেট: 25th January 2025 08:03
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্য়ান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্যাচটা কলকাতায় আয়োজন করা হয়েছিল। এই ম্যাচটা জিতে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার দ্বিতীয় ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হচ্ছে। শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি কেমন থাকবে চেন্নাইয়ের ওয়েদার, দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে জেনে নেওয়া যাক।
অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২৫ জানুয়ারি আয়োজিত দ্বিতীয় ম্যাচে আকাশ একেবারে পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার চেন্নাইয়ের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই পরিস্থিতিতে দুই দলের দর্শকেরাই ৪০ ওভারের ম্যাচ উপভোগ করতে পারবেন।
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এখনও পর্যন্ত ২ আন্তর্জাতিক টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া একটি ম্যাচে জিতলেও, অপরটি হেরে গিয়েছে। ২০১২ সালে এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ রানে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। যদিও শেষ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিল ভারত। এই ম্যাচে জয়লাভ করে মেন ইন ব্লু।
এই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ হয়নি মহম্মদ সামির। এটা দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছিলেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার সামিকে দেখতে পাওয়া গিয়েছিল। এরপর চোটের কারণে তাঁকে দীর্ঘ সময় ২২ গজের বাইরে থাকতে হয়। তবে আরও একবার ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছেন সামি। কিন্তু, দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম একাদশে তাঁর সুযোগ হয় কি না, সেটাই আপাতত দেখার।