শেষ আপডেট: 20th February 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: শেষ হল ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে ম্যাচের প্রথম ইনিংস। প্রথম ৫০ ওভারে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। একদিকে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে শতরান করলেন তৌহিদ হৃদয়। অন্যদিকে, মহম্মদ সামি আইসিসি ইভেন্টের কামব্যাক ম্যাচে পাঁচ উইকেট শিকার করে এক অনন্য রেকর্ড কায়েম করেছেন। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট শিকার করে ফেলেন। আর সেইসঙ্গে বাংলাদেশ ২২৮ রানে অলআউট হয়ে গেল। এই উইকেটে টিম ইন্ডিয়া এবার কেমন ব্য়াটিং করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
এই ম্যাচে অবশ্য তৌহিদ হৃদয়ের একটা আলাদা প্রশংসা প্রাপ্য। যখন তিনি ব্য়াট করতে নেমেছিলেন, সেইসময় বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল। হয়ত সেটা ৬ উইকেটও হয়ে যেতে পারত। রোহিত শর্মা জাকের আলির সহজ ক্যাচটা ধরতে পারলে, এই ম্যাচের রংটাই বদলে যেত। অবশেষে সেই জাকের আলিকে নিয়েই লড়াইটা শুরু করেছিলেন তৌহিদ হৃদয়।
লড়াই বলে লড়াই। ৬৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান জাকের। ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের একটা ঝকঝকে পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু, হৃদয় হাল ছাড়েননি। তিনি লড়াইটা ঠিক চালিয়ে গিয়েছিলেন। আর এই লড়াইয়ের পুরস্কারও তিনি পেলেন একেবারে হাতেনাতে। বাংলাদেশ ইনিংসের একেবারে গোধূলিলগ্নে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে আসে। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম শতরান। নিজেকে প্রমাণ করার জন্য এরথেকে বড় মঞ্চ বোধহয় হৃদয় আর পেতেন না। শেষপর্যন্ত ১০০ রানেই তাঁকে আউট হতে হয়।
এবার মহম্মদ সামির কথায় আসা যাক। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি যে এভাবে জ্বলে উঠবেন, সেটা কেউ কল্পনা করতে পারেননি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বল করেছিলেন তিনি। কিন্তু, তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু, আইসিসি টুর্নামেন্টে আরও একবার তিনি নিজের জাত চেনালেন। একাই শিকার করলেন পাঁচ উইকেট। আগামী রবিবার (২৩ জানুয়ারি) পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সামির বোলিং ভারতীয় ক্রিকেট দলকে যে অনেকটাই স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।