শেষ আপডেট: 19th February 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে সাদা বলে ভারতীয় ক্রিকেট দলের সময়টা ভাল যাচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডকে তারা ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এই জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। টাইগারবাহিনীকে হারিয়ে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে অভিযান শুরু করতে চাইবে।
তবে এই টুর্নামেন্টে জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়া পাবে না। পিঠে চোটের কারণে এই সিরিজে তিনি খেলার সুযোগ পাননি। এই পরিস্থিতিতে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন খুব ভেবেচিন্তে নির্বাচন করতে হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কোন ১১ ক্রিকেটার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবেন।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
অনেকেই হয়ত প্রশ্ন তুলতে পারেন, মহম্মদ সামিকে বাদ দিয়ে কেন হর্ষিত রানাকে সম্ভাব্য একাদশে রাখা হচ্ছে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জসপ্রীত বুমরাহ চোটের কারণে ছিটকে যাওয়ার পর হর্ষিতকে স্কোয়াডে আনা হয়েছে। মহম্মদ সিরাজের আগেও যেখানে হর্ষিতকে নির্বাচকরা প্রাধান্য দিচ্ছেন, তখন অবশ্যই প্রথম একাদশে খেলানোর চিন্তাভাবনাই করবেন। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামি বল হাতে এমন কিছু নজর কাড়তে পারেননি। তিন ম্যাচে তিনি মাত্র দুটোই উইকেট শিকার করেছেন। অন্যদিকে, তাঁর বোলিংয়ে সেই আগুন গতি ছিল না, যেটা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেখা গিয়েছিল। অনেকেই বলছেন, সামি এখনও ম্যাচ ফিট হতে পাারেননি। এই পরিস্থিতিতে হর্ষিত যে এগিয়ে থাকবে, তা বলাই বাহুল্য।