শেষ আপডেট: 18th February 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার ইমরুল কায়েস জানিয়েছেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর একটা সুবর্ণ সুযোগ টাইগারবাহিনীর সামনে রয়েছে। কারণটাও অবশ্য জানিয়েছেন তিনি। ইমরুলের কথায়, ভারতীয় ক্রিকেট দলে জসপ্রীত বুমরাহের অভাবই বাংলাদেশকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে।
টিম ইন্ডিয়ার প্রাথমিক স্কোয়াডে জসপ্রীত বুমরাহের নাম রাখা হয়েছিল। কিন্তু, পিঠের চোটে তিনি শেষপর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি। জসপ্রীত বুমরাহের পরিবর্তে টিম ইন্ডিয়ার স্কোয়াডে এসেছেন হর্ষিত রানা। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যথেষ্ট নজরকাড়া বোলিং করেছেন তিনি।
ইমরুল কায়েস বললেন, 'ভারত যথেষ্ট শক্তিশালী ক্রিকেট দল। ওদের ব্যাটিং লাইনআপ এবং বোলিং আক্রমণ যথেষ্ট ভাল। কিন্তু, এই স্কোয়াডে জসপ্রীত বুমরাহ খেলছে না। গত ২ বছরে ভারতীয় ক্রিকেট দলের জন্য ও কেমন পারফরম্যান্স করেছে, সেটা আমরা সকলেই জানি। টিম ইন্ডিয়ায় ওর অভাবটাই কাজে লাগাতে হবে বাংলাদেশকে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে কায়েস ৩৯ টেস্ট, ৭৮ ওডিআই এবং ১৪ টি-২০ ম্যাচ খেলেছেন কায়েস। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব আল হাসানের কথাও উল্লেখ করেন। গত বছর ভারতে খেলে যাওয়ার পর থেকে সাকিবকে আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যায়নি। এছাড়া তাঁর বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। সেকারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না।
কায়েস বললেন, 'এই টুর্নামেন্টে আমি অবশ্যই সাকিবকে মিস করব। ও যথেষ্ট ভাল একজন ক্রিকেটার। যে কোনও ম্যাচে প্রভাব বিস্তার করতে পারে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট স্ট্রাগল করছে। সাকিব না খেলার জন্য এই স্ট্রাগলটা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলে একজন অতিরিক্ত স্পিনার নেওয়া দরকার ছিল। আর এটাই মূল সমস্যা।'
২০১৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু, শেষ চারের লড়াইয়ে তারা ভারতের কাছে ৯ উইকেটে হেরে গিয়েছিল। বার্মিংহামের এজবাস্টনে এই ম্যাচের আয়োজন করা হয়। আর সেইসঙ্গে প্রতিযোগিতা থেকে বাংলাদেশ বিদায় নেয়।