শেষ আপডেট: 15th April 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শেষ হতে না হতেই একগুচ্ছ টুর্নামেন্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া। জুনের শেষ পর্বে ইংল্যান্ড সফর। প্রথমে টেস্ট। তারপর একদিনের ক্রিকেট। চলবে ২০ জুন থেকে ৪ অগস্ট পর্যন্ত। তার সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷
দেশে ফেরার পর রোহিত, কোহলি, হার্দিকরা উড়ে যাবেন বাংলাদেশ। যার ক্যালেন্ডার প্রকাশিত হল আজ। ঠিক হয়েছে ১৭ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত ট্যুর চলবে। ওয়ান ডে, টি-২০—এই দুই ফর্ম্যাটে খেলা হবে। সূচি অনুযায়ী, মোট ছয়টি ম্যাচ আয়োজনের কথা। বেছে নেওয়া হয়েছে দুটি ভেন্যু—মিরপুর ও চট্টগ্রাম।
সফরসূচির পূর্ণাঙ্গ তালিকা:
ওয়ান ডে:
প্রথম ম্যাচ: ১৭ অগস্ট, রবিবার— শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর
দ্বিতীয় ম্যাচ: ২০ অগস্ট, বুধবার— মিরপুর
তৃতীয় ম্যাচ: ২৩ অগস্ট, শনিবার— জাহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
টি-২০:
প্রথম ম্যাচ: ২৬ অগস্ট, মঙ্গলবার— চট্টগ্রাম
দ্বিতীয় ম্যাচ: ২৯ অগস্ট, শুক্রবার— মিরপুর
তৃতীয় ম্যাচ: ৩১ অগস্ট, রবিবার— মিরপুর