শেষ আপডেট: 25th July 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন শুক্রবার হলেও এদিনই তিরন্দাজিতে ব্যক্তিগত রাউন্ড শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সময়ে দুপুর দেড়টা থেকে এই রাউন্ড শুরু হয়ে গিয়েছে। তিরন্দাজদের মধ্যে রয়েছেন বাংলার বউ দীপিকা কুমারী। তিনি আদতে ঝাড়খন্ডের মেয়ে হলেও তিনি বিয়ে করেছেন অতনু দাসকে। যিনি আবার থাকেন বরানগরে।
প্যারিসে যোগ্যতাপর্বের রাউন্ডে দীপিকা, অঙ্কিতা ভগতরা মূলপর্বে যাওয়ার যোগ্যতা দেখিয়েছেন। তিরন্দাজিতে ছেলেদের মধ্যে রয়েছেন তরুণদীপ রাই, প্রবীণ যাদবরা। তাঁদের রাউন্ড শুরু হবে পৌনে ছয়টা থেকে।
Women's Archery Ranking Results
— The Khel India (@TheKhelIndia) July 25, 2024
After 72/72 Arrows
✨ Ankita Bhakat - 11th
✨ Bhajan Kaur - 22th
✨ Deepika Kumari - 23rd
???????? India's Women's Team - 4th(1983)
India Women's team ( Probably)
QF vs France
SF vs South Korea ????#Paris2024 #Archery pic.twitter.com/Ryzk3yq16v
অলিম্পিক্সের ইভেন্টগুলি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এমনকী জিও অ্যাপে দেখা যাবে মোবাইলে। ভারতীয় ক্রীড়াবিদরা শনিবার পদক পেতে পারেন। সেদিন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম যোগ্যতাপর্ব, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ব্রোঞ্জ পদকের ম্যাচ, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম সোনার পদকের ম্যাচ রয়েছে। পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের পুরুষ ও মহিলাদের ম্যাচ রয়েছে।
অঙ্কিতা ভগত শেষ করেছেন একাদশতম স্থানে। বাংলার বউ দীপিকা স্থান পেলেন ২৩তম, আর ভজন কাউর ২২তম স্থান পেলেন। সব তিরন্দাজরাই মূলপর্বে যাওয়ার যোগ্যতা দেখিয়েছেন।