শেষ আপডেট: 25th January 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্য়ান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ ২৫ জানুয়ারি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়া অন্তিম প্রস্তুতি সেরে ফেলেছে। ইতিমধ্যে প্রশ্ন উঠছে, ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে কি কোনও পরিবর্তন দেখতে পাওয়া যাবে? নাকি, প্রথম ম্য়াচে যে দল নিয়ে টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল, সেই উইনিং কম্বিনেশন তারা ভাঙতে চাইবে না। তাহলে গোটা বিষয়টা বুঝে নেওয়া যাক।
কলকাতায় আয়োজিত প্রথম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছিল। দলে ছিলেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী। দলে একজনই মাত্র পেস বোলার সুযোগ পেয়েছিলেন। তিনি আর্শদীপ সিং। দ্বিতীয় জোরে বোলারের দায়িত্ব পালন করেছিলেন হার্দিক পাান্ডিয়া। এবার সিরিজের দ্বিতীয় ম্য়াচ চেন্নাইয়ে আয়োজন করা হবে। গোটা ক্রিকেট বিশ্ব জানে যে এখানকার উইকেট কতটা স্পিন সহায়ক হয়ে থাকে। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে যে দ্বিতীয় টি-২০ ম্য়াচেও টিম ইন্ডিয়া তিন স্পিনার নিয়েই মাঠে নামবে।
সিরিজের প্রথম ম্য়াচেই আশা করা হয়েছিল যে মহম্মদ সামি হয়ত ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে চলেছেন। কিন্তু, টস করতে এসে সূর্যকুমার যাদব সবাইকে চমকে দেন। জানিয়ে দেন যে সামির কামব্যাক হচ্ছে না। তবে যদি কেউ মনে করে থাকেন যে চেন্নাইয়ে মহম্মদ সামি কামব্যাক করতে পারেন, তাহলেও হয়ত আপনি হতাশই হবেন। টিম ইন্ডিয়া আপাতত আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়াকে নিয়েই প্রথম একাদশ ভাবনাচিন্তা করছে।
পাশাপাশি চেন্নাইয়ে তিন স্পিনার নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে বলে আশা করা হচ্ছে। যদি একান্তই প্রয়োজন হয়, সেক্ষেত্রে নীতীশ কুমার রেড্ডিকে দিয়েও কয়েক ওভার করানো যেতে পারে। ফলে বর্তমানে যা পরিস্থিতি, তা দেখে দ্বিতীয় টি-২০ ম্য়াচেও সামির প্রত্যাবর্তন কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। পাশাপাশি খুব প্রয়োজন না হলে দ্বিতীয় টি-২০ ম্য়াচেও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন হবে না বলেই আশা করা হচ্ছে। যেখানে প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া এত ভাল পারফরম্য়ান্স করেছে, সেখানে দ্বিতীয় ম্য়াচের প্রথম একাদশ নিয়ে কোনও কাটাছেঁড়া একেবারে উচিত হবে না।
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই।