শেষ আপডেট: 19th October 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে লড়াইয়ে ফিরিয়ে ছিলেন সরফরাজ খান ও ঋষভ পন্থ। সরফরাজ দেড়শো রানে ফেরেন। ঋষভ পন্থ এক রানের জন্য হাতছাড়া করলেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ রান করেন দুই ব্যাটার।
সরফরাজ ফিরে যাওয়ার পরপরই মাঠে বেশিক্ষণ টিকতে পারলেন না কেএল রাহুল। চায়ের বিরতির সময়ে ভারতের রান ছিল ৬ উইকেটে ৪৩৮ রান।
কিন্তু তারপর আর তেমন টিকল না ভারতের দ্বিতীয় ইনিংস। ৪৬২ রানেই শেষ হয় গেল ভারতের ব্যাটিং। ভারত এগিয়ে মাত্র ১০৬ রানে। বেঙ্গালুরু টেস্ট ম্যাচ জিততে কিউইদের দরকার ১০৭ রান।
চার নম্বর দিনে সকাল থেকে ঝোড়ো মেজাজে ব্যাট করেছেন সরফরাজ-পন্থ। বৃষ্টিতে খেলা বন্ধের সময় ভারতের রান ছহিল ৩৪৪/৩। তখনই লাঞ্চ ঘোষণা করা হয়। ভারত পিছিয়ে ছিল মাত্র ১২ রানে। সরফরাজ ছিলেন ১২৫ রানে নট আউট। পন্থ ছিলেন ৫৩ রানে।
খেলার দ্বিতীয় দিনেই জাদেজার বলে কিপিং করার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন পন্থ। ফলে তৃতীয় দিনে কিপিং করেননি তিনি। চতুর্থ দিনে তিনি ব্যাট হাতে একেবারে ৯৯ রান হাঁকান তিনি। পরিণত ব্যাটারের মতো সরফরাজ ভারতের ইনিংস টেনে নিয়ে গেলেন।