
তালিবান শাসনেও রশিদ খানদের বিরুদ্ধে টেস্ট খেলতে পারেন কোহলিরা
এমনকি তারা এও জানিয়েছে যাদের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে, সেই সংস্থার সঙ্গেও কথা বলতে রাজি। আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার অনুমতি দেওয়া হয়েছে রশিদ খানদের। সম্ভবত আগামী মাসেই অজিদের বিরুদ্ধে টেস্ট খেলবেন দেশের ক্রিকেটাররা।
ক্রিকেট অস্ট্রেলিয়াও সেই খবর এদিন নিশ্চিত করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, আফগান বোর্ডের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় রয়েছে আগের মতোই এবং আগামী দিনেও থাকবে।
তালিবান সরকারের এক মুখপাত্র আহমেদুল্লাহ ওয়াশিক বলেছেন, ‘‘আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের মনে হয় অস্ট্রেলিয়া সফরে খেলতে যেতে সমস্যা হবে না। এমনকি ভারতের বিপক্ষেও আমরা টেস্ট সিরিজ খেলতে উন্মুখ হয়ে রয়েছি।’’
এর আগে তালিবান প্রশাসনের তরফ থেকে সব ধরনের খেলাধুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জানিয়ে দেওয়া হয়, মহিলারা যেন কোনও খেলার সঙ্গে যুক্ত না থাকেন। কিন্তু ক্রিকেট দল নিয়ে তারা সমর্থনের কথা বলে এসেছে। এও জানিয়েছিল তারা কোনওরকম হস্তক্ষেপ করবে না ক্রিকেট সংস্থায়।