শেষ আপডেট: 12th August 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য প্রতিযোগীদের থেকে ১৮ বছরের মেয়েটি অনেকটাই ছোট। ২০০৬ সালের ১৯ মে জন্ম নেদারল্যান্ডসের হেগে শহরে। বাবা সুরিনামের, মা ডাচ মহিলা। মেয়েটির নাম ইন্ডিয়া।
প্যারিস অলিম্পিক্সে সেই তরুণীই নজর কাড়লেন। তাও এমন একটা ইভেন্টে, যেটির অভিষেক ঘটল প্যারিসেই। এই ব্রেক ডান্সেই পদক পাননি ইন্ডিয়া, কিন্তু তিনি আবির্ভাবেই নজর কেড়েছেন।
ছোটবেলায় হতে চেয়েছিলেন ফুটবলার, কিন্তু পরে হিপহপ শিখে তাক লাগান। সেই হিপহপও ছেড়ে ব্রেক ডান্সে চলে আসেন। ১০ বছর বয়সেই ডাচ ব্রেক ডান্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল ছোট্ট মেয়েটি। তারপর গতবছর সিনিয়র ডাচ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ীর মুকুট পরেছিলেন।
So Breakdancing is now an Olympic sport. C'mon we are the country of Prabhudevas and Remo D'Souzas, India could've easily finished at the top in this event. Guess we decided to save our moves for Bollywood sequels instead...???? pic.twitter.com/nb7dhAYKCd
— Rahul (@BhaktUnofficial) August 10, 2024
প্যারিসে যোগদান সম্ভব হয়েছে ওই কারণেই। নামেই ইন্ডিয়া, কিন্তু ভারতের সঙ্গে কোনও যোগসূত্র নেই মেয়েটির। যিনি সোশ্যাল সাইটেও ট্রেন্ডিং হচ্ছেন। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার ফলোয়ার্স হয়ে গিয়েছে।
মোট ১২টি দেশের মোট ১৯ জন প্রতিযোগী এই ব্রেক ডান্সে অংশ নিয়েছিলেন। প্রথম রাউন্ডে বি গার্লস ক্যাটাগরিতে জেতেন ইন্ডিয়া। কিন্তু পরের রাউন্ডের বাধা টপকাতে না পারলেও এই মেয়েটি তাঁর কুশলতায় সকলের নজর কেড়ে নিয়েছেন।
ইন্ডিয়ার গলায় হয়তো পদক নেই, কিন্তু তিনি এমনকিছু করেছেন, যা তাঁকে আলোচনার শিরোনামে নিয়ে এসেছে এই বয়সেই। ১৮-তেই তিনি সিনিয়রদের সম্ভ্রম আদায় করে নিয়েছেন।