
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের অনূর্ধ্ব ১৯ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Women’s T20 WC) চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারালেন শেফালি বার্মার ব্রিগেড (India beats England)। আর সেই ম্যাচে অনবদ্য বোলিং করে সেরা হয়ে থাকলেন বাংলার তিতাস সাধু (Titas Sadhu)।
এদিন ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে ১৭.১ ওভারেই গুটিয়ে যায়। মাত্র ৬৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১৪ ওভারে ৩ উইকেট খুইয়ে সেই রান তুলে ফেলেন শেফালিরা।
বড় রানের লক্ষ্য না থাকলেও এদিন শুরুতেই ভারত দুই উইকেট হারায়। ২০ রানে ২ উইকেট পড়ে যায় ভারতের। অধিনায়ক শেফালি আউট হয়ে যান মাত্র ১৫ রানে। ওপেনার শ্বেতা সেহরাওয়াতও ৫ রান করে আউট হয়ে যান। পরে খেলা ধরেন সৌম্যা তিওয়ারি এবং গোঙ্গাদি তৃষা। উইকেটে টিকে থেকে তাঁরা রান তোলার চেষ্টা করেন। ১০ ওভারের শেষে ৪৮ রান তুলে ফেলে ভারত। জয়ের জন্য এর পর আর মাত্র ২১ রানের দরকার ছিল। গোঙ্গাদি ২৯ বলে ২৪ রান করেন। জয়ের জন্য তখন বাকি ছিল আর মাত্র ৩ রান।
এদিনের জয়ে আসল ভিত গড়ে দেন বোলাররাই। সেই আক্রমণের নেতৃত্ব দেন বাংলার ফাস্ট বোলার তিতাস সাধু। ২ উইকেট নেন তিতাস। ৪ ওভার বল করে মাত্র ৬ রান দেন তিনি। ওপেনার লিবার্টি হিপকে শূন্য রানে প্যাভেলিয়ানে ফেরান তিতাস। পরে উইকেটরক্ষক সেরেন স্মেলকে ৩ রানে আউট করেন তিনি। তিতাসের মতই দুটো করে উইকেট পেয়েছেন অর্চনা দেবী ও পার্শ্ববী চোপড়া। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন শেফালি বর্মা, সোনম যাদব এবং মন্নত কাশ্যপ।
জোকোভিচের ঝুলিতে ১০ম অস্ট্রেলিয়ান ওপেন, গ্র্যান্ড স্ল্যামে ছুঁয়ে ফেললেন নাদালকে