ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কোহলির চলে যাওয়া নিয়ে বলতে গিয়ে তুলে এনেছেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রসঙ্গ। টেনেছেন তুলনা।
মাইকেল ভন
শেষ আপডেট: 14 May 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: শুধু ভারতীয় ক্রিকেট (Team India) নয়, বিশ্বক্রিকেটকে হতবাক করে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দিনপাঁচেক আগে সতীর্থ রোহিত শর্মা (Rohit Sharma) লাল বলের ক্রিকেটকে (Test Cricket) বিদায় জানিয়েছেন। কিন্তু তাঁর অবসর অনেকটা প্রত্যাশিত ছিল, বেশ কয়েকটি সিরিজেই অফ ফর্মে ছিলেন রোহিত। কিন্তু বিরাটের বিদায়ে সকলেই হতবাক।
অবাক মাইকেল ভনও (Michael Vaughan)। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কোহলির চলে যাওয়া নিয়ে বলতে গিয়ে তুলে এনেছেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রসঙ্গ। টেনেছেন তুলনা। বলেছেন, ‘এমএস ধোনি সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা। কিন্তু আমার মনে হয়, ও এমন একটি দলকে নেতৃত্ব দেয় যারা কখনও টেস্ট ক্রিকেটকে ভালবাসেনি। এখানেই বিরাট অধিনায়ক হিসেবে আলাদা।‘
পরিসংখ্যান কী বলছে? তথ্য অনুযায়ী, মাহি ভারতীয় দলকে ৬০টি টেস্টে নেতৃত্ব দেন। সেখানে টিম ইন্ডিয়া জেতে ২৭টি ম্যাচ, হারে ১৮টি, ড্র করে ১৫ টেস্ট। জয়ের হার ৪৫%। ঘরের মাঠে ভারতীয় দল ভাল ফল করলেও বিদেশের জমিতে ব্যর্থ হয়। ৬টি মাত্র টেস্ট জিতে ফেরে ধোনির ভারত। অন্যদিকে কোহলির অধীনে টিম ঘরের বাইরে ১৬টি টেস্টে জয়ের মুখ দেখে।
অধিনায়ক বিরাট ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দেন। জেতেন ৪০ ম্যাচ। ব্যাট হাতে নামেন ১২৩টি টেস্টে। করেন ৯,২৩০ রান। গড় প্রায় ৪৭। শতরান ৩০টি।
এই সূত্রে ভন ব্যক্তিগত অনুভূতির কথা বলতে গিয়ে মন্তব্য করেন, ‘বিরাটের বিদায়ের মতো বেদনাদায়ক টেস্ট অবসর আমি খুব একটা দেখিনি, যেখানে একজন ক্রিকেটারকে আর মাঠে নামতে না দেখার দুঃখ এতটা প্রবল হয়ে উঠেছে। কোহলি যে ইংল্যান্ডের মাটিতে খেলবে না, টেস্টে আর কোনওদিন নামবে না, এটা ভেবেই খারাপ লাগছে।‘
অনেকের মতো ভন-ও কোহলির অবসর ঘোষণায় বিস্মিত। বলেন, ‘এখনই ও চলে যাচ্ছে দেখে আমি সত্যি হতবাক। দুঃখিতও। নিজের জমানার কথা মাথায় রেখেই বলছি, গত ৩০ বছরে আর কেউ টেস্ট ক্রিকেটে বিরাটের মতো ছাপ রাখেনি। আর কারও এমন অবদান নেই।‘
কিন্তু কোথায় আলাদা কোহলি? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের বাখ্যা, ‘এক দশক আগে বিরাট যখন দলের দায়িত্ব তুলে নেয়, আমি ভারতকে টেস্ট ক্রিকেটে আগ্রহ হারাতে দেখে ভয় পেয়েছিলাম। ওর প্যাশন, স্কিল, যেভাবে ও টেস্ট নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করেছে—সবকিছু ক্রিকেটের এই ফর্ম্যাটকে ধনী করেছে। বিরাট না থাকলে টেস্ট পানসে হয়ে পড়ত। হারাত আবেদন, যদি না কোহলি নিজের আগ্রহ এতে যোগ করত।‘
মাঠে, মাঠের বাইরে বিরাটের আচরণ ও আগ্রাসন বরাবর বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই নিয়ে বিদায়ী ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন মাইকেল ভন। বলেছেন, ‘সমস্ত শ্রেষ্ঠ ক্রিকেটারের ইগো রয়েছে। বিরাটের অহং আমরা যতটা বড় করে দেখছি, ততটাও বড় নয়। ইদানীং সাংসারিক জীবন হয়তো ওর মেজাজ কিছুটা ঠান্ডা করে দিয়েছে। সাধারণ জীবনযাপন করতে চাইছে। লন্ডন গন্তব্য হতেই পারে। কারণ এই শহরে বিরাট ইদানীং অনেকটা সময় কাটায়।‘