Latest News

ভারতের হার টি-২০ সিরিজের প্রথম ম্যাচে, শুরুটা ভাল হল না

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে সিরিজ যেখানে শেষ করেছিল ভারত, টি-২০ সিরিজ (t20 series) সেখান থেকে শুরু করতে পারল না। সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল নিউজিল্যান্ড (India lost to NewZealand)।

প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ভারত শেষ করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে।

একদিনের সিরিজে কিউয়িদের হোয়াইট ওয়াশ করেছিল ভারত। কিন্তু বিশ ওভারের সিরিজের শুরুটা ভাল হল না।

রাঁচির মাঠে নিউজিল্যান্ডের রান চেজ করতে নেমে গোড়াতেই বিপর্যয় ঘটে ভারতের। শুরুতেই ঈশান কিষান, শুভমন গিল এবং রাহুল ত্রিপাঠীর উইকেট হারায় ভারত। তারপর পরিস্থিতি সামাল দেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। ২৮ বলে পঞ্চাশ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু লাভ হয়নি। এখন দেখার পরের ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে পারে কিনা ইন্ডিয়া।

হাওড়া শাখায় অনেক ট্রেন বাতিল শনি-রবিবার, সূচি জেনে স্টেশনে আসুন

You might also like