Latest News

সিরাজদের দাপটে চুর্ণ ব্রিটিশ বাহিনী! প্রথম ইনিংসে ২৮৪ রানে শেষ ইংল্যান্ড

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় (India) পেসারদের দাপটে প্রথম ইনিংসে ২৮৪ রানেই অলআউট হয়ে গেল ইংল্যান্ড (England)। এজবাস্টনের মাঠে সোনা ফলাচ্ছে যশপ্রীত বুমরার ভারত। ব্যাটিংয়ে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার ঝড়ের পর বল হাতে কামাল দেখালেন সিরাজ, বুমরা, শামিরা।

টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির জন্য বারবার থমকে গেছে ম্যাচ। দ্বিতীয় দিনে পাঁচ উইকেট হারিয়ে ধুকছিল ইংল্যান্ড। এদিনের শুরুতেই বাকি উইকেট তুলে নিয়ে ধাক্কা দেয় ভারতীয় পেসার ত্রয়ী। সিরাজের ঝুলিতে ৪টি, বুমরার তিনটি ও শামির ঝুলিতে ২ টি উইকেট।

বলাই চলে দ্বিতীয় ইনিংসে কিছুটা অ্যাডভান্টেজ নিয়েই ব্যাট করতে নামছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত এক উইকেট খুইয়ে করেছে ৬ রান। ৪ রান করে আউট হয়ে গেছেন শুভমন গিল।

ভারত যদি ৪০০ এর ওপর রান স্কোর বোর্ডে রাখতে পারে তবে এজবাস্টনে ইতিহাস লিখবেন বুমরা। কপিলদেবের পর কোন পেসার ভারতীয় দলের অধিনায়ক হয়ে বিদেশের মাটিতে টেস্ট জিতবে। তবে এখনও যা পরিস্থিতি কোনও বড় অঘটন না ঘটলে জয় নিশ্চিত ভারতের।

করোনামুক্ত রোহিত, নামতে পারেন টি-২০ সিরিজেই

You might also like