
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের বিশ্বকাপের (Woman’s World Cup) সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করলেন মিতালি রাজের (Mithali Raj) ভারতীয় দল। তারা মঙ্গলবার মেগা আসরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে (Bangladesh) ১১০ রানে হারিয়ে টুর্নামেন্টে বেঁচে থাকার আশা দেখাল।
ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে ২২৯/৭ রান করেছিল, বিনিময়ে বাংলাদেশের মেয়েরা শেষ হয়ে গিয়েছে ১১৯ রানে। ভারতের হয়ে ভাল খেলেছেন যশতিকা ভাটিয়া (৫০), শেফালি ভার্মা (৪২), স্মৃতি মান্ধানা (৩০), পূজা ভাস্ত্রাকার (৩০)।
বাংলার মেয়ে শিলিগুড়ির রিচা ঘোষও ২৬ রানে মূল্যবান ইনিংস খেলেছেন। দলের অধিনায়িকা মিতালি শূন্য রানে আউট হয়েছেন। বোলারদের মধ্যে সফল স্নেহ রানা (৪/৩০), ঝুলন ও পূজা দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড ও পুনম যাদব।
Adani Group: মমতার রাজ্যে চাল কল কিনল মোদী ঘনিষ্ঠ আদানিরা
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রান পেয়েছেন সালমা খাতুন (৩২), লতা মন্ডল (২৪)। ম্যাচে ভারতীয় বোলাররা যা চাপ রেখেছিলেন, সেটাতেই কাজ হয়েছে। গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও রান রেট ভাল থাকলে মিতালিদের শেষ চারে যাওয়া আটকাবে না।