শেষ আপডেট: 27th July 2024 22:55
দ্য ওয়াল ব্যুরো: 'গুরু' গৌতম গম্ভীরের শুরুটা দারুণ হল। সিরিজের প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারাল ভারত। কোচ গম্ভীরের মতো অধিনায়ক হিসেবেও শুরুটা ভাল করলেন সূর্যকুমার যাদব। সিরিজে আপাতত ১-০-তে এগিয়ে গেল ভারত।
টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালঙ্কা প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারতীয় দলকে। সদ্য টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে প্রথম চারজন রান পান এই ম্যাচে, বাকি তিন ব্যাটার রান পাননি। হার্দিক পান্ডিয়া আউট হন ৯ রানে। ওদিকে রিয়ান পরাগ (৭), রিঙ্কু সিং (১) ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাথিসা পাঠিরানা একাই চার উইকেট নিয়েছিলেন।
সিরিজের প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দল করেছিল ২১৩/৭। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দারুণ খেলেছেন। তিনি দলের হয়ে সর্বাধিক ২৬ বলে ৫৮ রান করেন। ইনিংসে রয়েছে ৮টি চার ও দুটি ছক্কা। এছাড়াও রান পান ঋষভ পন্থ (৪৯)। তাঁর এই ৩৩ বলের ইনিংসে রয়েছে ছয়টি বাউন্ডারি ও একটি ছয়।
শুভমন গিল ১৬ বলে ৩৪ রান করেন। গিলের ইনিংসে রয়েছে ছয়টি চার ও একটি ছয়। অন্য ওপেনার যশস্বী জয়সোয়াল ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে রয়েছে ৫টি চার ও দুটি ওভার বাউন্ডারি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। তাঁদের প্রথম উইকেট পড়ে ৮৪ রানে। পাথুম নিশাঙ্কা একাই করেন ৪৮ বলে ৮৯। তবে কুশাল মেন্ডিস (৪৫) ছাড়া তাঁকে যোগ্য সঙ্গত আর কেউই দিতে পারেননি। এই দুজনে আউট হয়ে যাওয়ার পর কার্যত ঝড় বয়ে যায় লঙ্কান ব্যাটিংয়ের ওপর। এই দুজনের পর ব্যাটারদের মধ্যে 'সর্বোচ্চ রান' ছিল মাত্র ২০! শেষে ৪ বল বাকি থাকতেই ১৭০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।