শেষ আপডেট: 9th March 2025 22:09
দ্য ওয়াল ব্যুরো: বদলার ম্যাচ। প্রতিশোধের ম্যাচ। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের বদলা। সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট দল পারেনি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হেরে নাইরোবি থেকে দেশে ফিরতে হয়েছিল। সেই প্রতিশোধ নিলেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। দুবাাই থেকে অবশ্যই তারা মাথা উঁচু করে দেশে ফিরবে। মাথা উঁচু করে ফিরবেন রোহিত শর্মাও। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও জিতল ভারত। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে হারাল কিউয়ি ব্রিগেডকে।
এই নিয়ে টানা দ্বিতীয়বার টিম ইন্ডিয়া আইসিসি খেতাব জয় করল। পাশাপাশি তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে ২০০২ সালে এবং ২০১৩ সালে জয়লাভ করেছিল ভারত। তবে এই জয়ের রাস্তাটা ভারতের কাছে খুব একটা মসৃণ ছিল না। শেষপর্যন্ত ৬ বল বাকি থাকতে ভারত এই ম্য়াচে জয়লাভ করেছে। ম্য়াচ যত শেষের দিকে এগিয়ে আসছিল, টিম ইন্ডিয়ার জন্য় ততই পরিস্থিতি কঠিন হতে শুরু করে। তবে শেষবেলায় রবীন্দ্র জাদেজা নায়ক হয়ে উঠলেন। তাঁর ব্যাট থেকে জয়সূচক শট বেরিয়ে আসে। তবে রাহুলও নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করলেন।
টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছিল। ৭ উইকেট হারিয়ে তারা ২৫১ রান তোলে। জয়ের জন্য ভারতের সামনে দরকার ছিল ২৫২ রান। শুরুটা বেশ ভালই করেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। প্রথম উইকেটে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এটাই ভারতের জয়ের ভিত মজবুত করে দিয়েছিল। রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন। ৬২ বলে ৪৮ রান করলেন শ্রেয়স আইয়ার। তবে কেএল রাহুল আসল কাজটা করে দিলেন। তিনি ৩৩ বলে ৩৪ রান করলেও শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার হালটা ধরে রাখলেন এবং শেষপর্যন্ত টিম ইন্ডিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন।