
দ্য ওয়াল ব্যুরো: টানটান ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে উড়িয়ে দিল ভারত। হার্দিক পাণ্ডিয়ার ভারতের কাছে আজ ছিল মরণ-বাঁচনের ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে (T20 series) টিকে থাকতে হলে জিততেই হত। সেই ম্যাচে ভারতীয় বোলারদের জাদুতে সিরিজে সমতা ফেরাল ভারত (India beat New Zealand)।
টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার। কিন্তু ভারতীয় বোলারদের দাপটের সামনে ধসে যায় কিউয়িদের ব্যাটিং লাইনআপ। অর্শদীপ-হার্দিক-চাহল-কুলদীপদের দুরন্ত বোলিংয়ের সামনে একশোর গন্ডিও পেরতে পারলেন না অ্যালেন-কনওয়েরা।
এদিন লখনউর মাটিতে প্রথম থেকেই ছিল ভারতীয় বোলারদের রাজ। নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন (১১) ও ডেভন কনওয়ে (১১) দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অ্যালেনের উইকেট নাড়িয়ে দেন যুজবেন্দ্র চাহাল ও কনওয়েকে আউট করেন ওয়াশিংটন সুন্দর।
একে একে আউট হন মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিয়েল মিচেল, ব্রেসওয়েলরা। কেউই ২০-র গণ্ডি পেরোতে পারেননি। একমাত্র অধিনায়ক সান্টনার শেষ পর্যন্ত ২০ রানের নট আউট ইনিংস খেলেন। ভারতের হয়ে হার্দিক, চাহাল, হুড্ডা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপরা একটি করে উইকেট নেন। দুটি উইকেট পান অর্শদীপ সিং। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ৯৯ রান।
মাত্র ১০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে ভারত। তবে এদিন পিচে প্রথম থেকেই কিছুটা নড়বড়ে লাগছিল ভারতের দুই ওপেনার শুভমন গিল ও ঈশান কিশানকে। মাত্র ১১ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন গিল। তারপর তিনে নামা রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন ঈশান। কিন্তু ৫০ রানের মাথায় দু’জনেই আউট হন।
সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। চার-ছয় নয়, এদিনের ম্যাচে বরং নিজের মারকাটারি স্টাইল থেকে সরে এসে কিছুটা ধীর গতিতেই খেলেন সূর্য। ৭০ রানের মাথায় ওয়াশিংটন আউট হন। কিন্তু শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন সূর্য। হার্দিককে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেললেন তিনি।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, ম্যাচের সেরা বাংলার তিতাস