শেষ আপডেট: 28th June 2024 02:10
দা ওয়াল ব্যুরো: ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিল ভারতীয় দল। টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে ইংল্যান্ডের সামনে রোহিতের দল লক্ষ্য রেখেছিল ১৭২ রান। সেই রান তুলতে কালঘাম ছুটে গেল ইংল্যান্ডের। ভারত বিশ্বকাপের ফাইনালে। তারা শনিবার খেতাবী যুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারত জিতে গেল ৬৮ রানে। ইংল্যান্ড শেষমেশ করেছে ১০৩ রান। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নিয়ে ব্রিটিশদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন।
শুক্রবার সেমিফাইনালে ভারতীয় বোলাররা দেখালেন তাঁরাই আসল চ্যাম্পিয়ন। বিশেষ করে অক্ষর প্যাটেল। তিনি বোলিং করতে এসেই সোনা করে দিয়েছেন সবকিছুকে। পাশাপাশি কুলদীপও দেখালেন তিনি বড় মঞ্চের স্পিনার।
অক্ষরের বোলিং দাপটেই ইংল্যান্ডের ৬৮ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল। তারপর থেকে শুধুই বাটলারদের হারের অপেক্ষা ছিল। এর আগে বিশ্বকাপের মঞ্চে তাঁদের কাছে হেরেছিলেন রোহিতরা। এদিন সব হিসেব মিটিয়ে দিলেন ভারতের তারকারা।
ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে হ্যারি ব্রুক (২৫) ও অধিনায়ক জস বাটলার (২৩) ছাড়া কেউ সফল নন। ভারতের স্পিনারদের বোলিং ছোবলে কাত হয়ে গিয়েছেন ব্রিটিশরা। এবার ফাইনালে শুধু বাজিমাতের অপেক্ষা।
কয়েক মাস আগেই ওয়ান ডে বিশ্বকাপে সব ম্যাচ জিতেও ফাইনালে হেরেছিলেন রোহিতরা। এবারও টি ২০ ক্রিকেটে একরকম পরিস্থিতি, এবার দেখার ১৩ বছর পরে বিশ্বকাপ আসে কিনা ভারতে।
ভারত সাত উইকেটে করেছিল ১৭১ রান। ভারতের ব্যাটিংয়ের সময় বৃষ্টি এসে মনোসংযোগে ব্যাঘাত ঘটালেও রোহিতের তাতে কোনও সমস্যা হয়নি। তিনি বরং সঙ্গী সূর্যকুমার যাদবকে (৪৭) নিয়ে দুরন্ত ব্যাটিং করে গিয়েছেন। গত ম্যাচেও রোহিতের ব্যাট গর্জে উঠেছিল, এদিন বৃষ্টিবিঘ্নিত খেলাতেও তিনি দেখালেন দলের নেতা হলে অনেক দায়িত্ব বর্তায়। মাত্র ৩৬ বলে রোহিত ৫০ রান করেছেন। তারমধ্যে ছিল ছয়টি বাউন্ডারি ও দুটি ছক্কা। কোহলি নয় রানে আউট হয়ে গিয়েছিলেন।
পাশাপাশি সূর্যও দলনেতার সঙ্গে জুটি বেঁধে দলকে টেনেছেন। রোহিত অবশ্য আদিল রশিদের বলে শেষমেশ আউট হয়ে গিয়েছেন ৫৭ রানে। তারপরেও দলের বাকি ছিল ছয় ওভার। বাকি ওভারগুলিতে হার্দিক (২৩) ছাড়া কেউ সফল নন। জাদেজা ১৭ রান করেছেন। শিবম দুবে রান পাননি। এমনকী অক্ষর প্যাটেল করলেন দশ রান। ইংল্যান্ড বোলারদের মধ্যে ক্রিস জর্ডান ৩৭ রানে তিন উইকেট পেয়েছেন। টসে জিতে ইংল্যান্ডের প্রথমে বোলিং নেওয়াও বুমেরাং হয়ে গিয়েছে।
সব ভালর মতো শেষটাও দারুণ করলেন ভারতের তারকারা। তাঁরা ব্যাটের শেষদিকে এই পিচে ব্যর্থ হলেও বোলিংয়ে সব ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন। এই ভারত যে ভয়ঙ্কর মেজাজে রয়েছে, তাতে টি ২০ খেতাব না এলে অঘটনই ঘটবে।