শেষ আপডেট: 22nd September 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো: ভাগ্য নির্ধারণ আগেই হয়ে গিয়েছিল। প্রত্যাশামতোই রবিবার সকালে বাংলাদেশকে দুরমুশ করে সহজ জয় হাসিল করল ভারত। রোহিতের দলকে জিততে হলে এদিন বাংলাদেশের ৬ ব্যাটসম্যানকে আউট করতেই হত। সেই লক্ষ্যেই এদিন মাঠে নেমে মাত্র ২৫ রানে শাকিব আল হাসানকে ফিরিয়ে দেওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
চতুর্থ দিনের শুরুটা অবশ্য খারাপ হয়নি বাংলাদেশের। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শাকিব আল হাসান রীতিমতো ভারতীয় বোলারদের পরীক্ষা নিতে শুরু করেন। খেলা শুরুর পর রীতিমতো এক ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও শাকিব ও শান্তকে কিছুতেই পরাস্ত করা যাচ্ছিল না। তবে অশ্বিন ও জাদেজার ঘূর্ণি বলে নিজেদের গড় ধরতে রাখতে পারেনি বাংলাদেশ। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২৩৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারত জয় পেল ২৮০ রানে।
এদিন শাকিবকে ব্যক্তিগত ২৫ রানে প্যাভিনিয়নে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ধাক্কা দেন অশ্বিন। এরপর লিটন দাস জাডেজার বলে ব্যক্তিগত এক রানে আউট হওয়ার পরই ছবিটা পরিষ্কার হয়ে যায়। এরপর মেহেদি হাসানকেও ৮ রানে প্যাভিলিয়নে পাঠান অশ্বিন।
অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক শান্ত এদিন একা লড়াই করলেও অন্যরা সেভাবে দাড়াতেই পারেননি। শেষমেশ ৮২ রান করে জাদেজার বলে আউট হন শান্ত। পাশাপাশি ৫ রান করে অশ্বিনের শিকার হন তাসকিন আহমেদ। এরপর শেষ ভরসা হাসান মাহমুদকে ৭ রানে ফেরাতেই আর ফিরে আসা সম্ভব হয়নি শাকিব, লিটনদের কাছে। শেষমেশ ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এর আগে পাকিস্তানকে দুরমুশ করলেও ভারতের সামনে পড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন শাকিব-শান্তরা।
এদিন অশ্বিনের ঝুলিতে গিয়েছে ৬ টি, জাদেজা পেয়েছেন তিনটি, বুমরাহ একটি উইকেট পেয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচে কানপুরে ফের মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। তার আগে প্রথম টেস্টে এত বড় জয় রোহিত ব্রিগেডকে যে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলার অপেক্ষা রাখে না।