শেষ আপডেট: 17th October 2024 13:45
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেই সিদ্ধান্ত একেবারেই ধোপে টিকল না। শুরুতেই ব্যাটিংয়ে ধস টিম ইন্ডিয়ার। ৫০ রানের গণ্ডিও পার করতে পারেনি, তার আগেই ছয় উইকেট খুইয়ে রীতিমতো চাপে রোহিতরা। লাঞ্চে ভারতের স্কোর ছিল ৩৪ রানে ৬ উইকেট। উইলিয়াম ও রুর্ক তিনটি, ম্যাট হেনরি দু'টি ও টিম সাউদি একটি উইকেট তুলে নেন।
বেঙ্গালুরুতে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় দিনও ১২.৪ ওভার খেলা হওয়ার পর শুরু হয় বৃষ্টি। আধ ঘণ্টা পর ফের খেলা শুরু হয়।
টিম সাউদির বল স্টেপ আউট করে খেলতে যান রোহিত। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল লাগে উইকেটে। ২ রান করে আউট হন তিনি। ৯ রানে প্রথম উইকেট হারায় ভারত।
এদিন আবারও রান পাননি বিরাট কোহলি। শূন্য রানে আউট হন আরও এক টপ অর্ডারের ব্যাটার সরফরাজ। কোহলি-সরফরাজের ধরাশায়ী ব্যাটিংয়ে ততক্ষণে মাত্র ১০ রানে ৩ উইকেট পড়ে যায় যায় ভারতের।
যশস্বী জয়সওয়াল টিকে ঠাকার চেষ্টা করলেই সামাল দিতে পারলেন না। তিনিও ১৩ রানে আউট হয়ে যান। কেএল রাহুলের অবস্থাও শোচনীয়। তিনিও রৌরকির বলে খোঁচা মেরে আউট হন শূন্য রানে।
রান পাননি জাডেজাও। কোহলি, সরফরাজ, রাহুল, জাডেজার পর শূন্য রানে আউট হন রবিচন্দ্রন অশ্বিনও। অর্থাৎ খাতা খুলতে পারেননি ভারতের পাঁচ ব্যাটার। পন্থও বেশি ক্ষণ টানতে পারলেন না। হেনরির বলে ২০ রানের মাথায় খোঁচা মেরে ফিরলেন তিনি।
দেশের মাটিতে টেস্টে এক ইনিংসে এটিই ভারতের সর্বনিম্ন রান। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি একাই নিলেন ৫ উইকেট।