বাবরের উইকেট শিকারের পর টিম ইন্ডিয়ার উল্লাস
শেষ আপডেট: 23 February 2025 10:13
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল ব্যাট করতে নেমে ইতিমধ্যেই জোড়া উইকেট হারিয়ে ফেলেছে। সঙ্গে তারা অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। ফিরে গিয়েছেন বাবর আজম এবং ইমাম উল হক। ১০ ওভার শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৫২ রান করেছে।
এই ম্যাচে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দলের দুই ওপেনারই সেভাবে নজর কাড়তে পারলেন না। শুরুতেই আউট হয়ে গেলেন বাবর আজম। ৮.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উইকেট খোওয়ালেন তিনি। ২৬ বলে ২৩ রান করলেন তিনি। কেএল রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। পাঁচটা বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। প্রসঙ্গত, একদিনের ক্রিকেটে শেষ ৬ ইনিংসে বাবর আজম ২ বার হার্দিকের বলে আউট হলেন। আশা করা হয়েছিল, দলের অপর ওপেনার ইমাম উল হক হয়ত বড় রান করতে পারবেন। ফখর জামানের জায়গায় এই ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন। ৯.২ ওভারে রান আউট হলেন ইমাম উল হক। ২৬ বলে ১০ রান করলেন তিনি। দুর্দান্ত থ্রো করলেন অক্ষর প্যাটেল।
অন্যদিকে, বল হাতে এই ম্যাচের শুরুটা একেবারে ভাল করতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারেই তিনি ১১টি বল করেন। এরমধ্যে পাঁচটি ওয়াইড ছিল। এরপর তাঁর পায়ে সামান্য অস্বস্তি দেখতে পাওয়া যায়। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। তবে কিছুক্ষণ পর তিনি আবারও তিনি ফিরে আসেন। আশা করা যায়, দ্বিতীয় স্পেলে তিনি দুর্দান্ত কামব্যাক করতে পারবেন।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি এবং হর্ষিত রানা।
ইমাম উল হক, বাবর আজম, কামরান গুলাম, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক + উইকেটকিপার), সলমান আলি আগা, সাউদ শাকিল, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।