শেষ আপডেট: 9th March 2025 12:11
দ্য ওয়াল ব্য়ুরো: রবিবার অর্থাৎ ৯ মার্চ ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত তৈরি হতে চলেছে। ক্রিকেট খেলাকে ভারতবর্ষে একটি আলাদা ধর্ম হিসেবে পুজো করা হয়। প্রত্যেক ভারতীয় চান, ক্রিকেট খেলায় যেন টিম ইন্ডিয়া সবার উপরে থাকে। আজ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হবে এই মহারণ। আর সেকারণে সেজে উঠছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
আজ দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই ম্যাচ। তবে বেলা ২টোয় আয়োজন করা হবে টস। ক্রিকেট দুনিয়ার 'চ্যাম্পিয়ন' আসলে কে, সেটা এই ম্যাচের পরই স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে এই ফাইনাল ম্যাচের ভবিষ্যত নিয়ে বেশ কয়েকজন জ্যোতিষী গণনা করতে শুরু করেছেন। স্বনামধন্য জোতিষী বিনোদ পাণ্ডে এই ব্যাপারে গণনা করেছেন।
জ্যোতিষীদের মতে, আজ যে দল প্রথমে ব্যাট করতে নামবে, তারা ২৫০ থেকে ২৮৫ রান করবে। টিম ইন্ডিয়ার প্রথমে ব্যাট করার যোগ নেই। কিন্তু, যদি তারা একান্তই প্রথমে ব্যাট করতে নামে, সেক্ষেত্রে ২ ব্যাটার ৫০-এর বেশি রান করবেন। তবে কেউ শতরান করতে পারবেন না।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনারকে বুঝেশুনে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই দুজন বোলারের মধ্যে কোনও একজন ৩ উইকেট কিংবা তার বেশি শিকার করতে পারেন। এই পরিস্থিতিতে নিউজিল্য়ান্ড যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে, তারা ৫০ ওভার খেলতে পারবে না। ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে ১৫ রানের বেশি ব্যবধানে জয়লাভ করবে।
যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে, তাহলে রাচিন রবীন্দ্র কিংবা টম লেথামের মধ্যে কোনও একজন ব্যাটার শতরান করতে পারেন। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী সাফল্য পাবেন। দুজনে মিলে পাঁচের বেশি উইকেট শিকার করবেন।
এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে, তখন ৪৫ থেকে ৫০ ওভারের মধ্যে কাঙ্খিত টার্গেট ৭ উইকেট হারিয়ে অর্জন করে ফেলবে। ভারতীয় ব্যাটারদের মধ্যে একজন অবশ্যই শতরান করবেন।
মোটের উপর আজকের দিনটা ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভ বলেই দাবি করা হচ্ছে। আরও একবার আইসিসি টুর্নামেন্টের খেতাব জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে রোহিত শর্মার দল। আমাদের পক্ষ থেকেও টিম ইন্ডিয়ার জন্য আগাম শুভেচ্ছা রইল।