শেষ আপডেট: 9th March 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ড খেলতে নেমেছে। এই ম্যাচে টস জিতেছে কিউয়ি ব্রিগেড। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেকেই মনে করছেন টসে এই হার আদতে টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ দেবে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির একটাও ম্যাচে টিম ইন্ডিয়া জিততে পারেনি। কিন্তু, টস হারলেও প্রত্যেকটা ম্যাচেই জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে ফাইনাল ম্যাতে ভারত কেমন পারফরম্যান্স করবে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ভারত টসে হেরেছিল। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধেও টস জিততে পারেননি রোহিতরা। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু, এই ম্যাচেও টস ভাগ্য রোহিতের কপালে ছিল না। এরপর সেমিফাইনাল ম্যাচেও টসে হারতে হয়। ফাইনাল ম্যাচেও টস হারলেন রোহিত। কিন্তু, এই প্রত্যেকটা ম্যাচে টিম ইন্ডিয়া টস হারলেও, খেলার শেষে তাদের মুখেই হাসি ছিল। এই পরিস্থিতিতে অনেকেই বলেছেন, ফাইনালে টস হারার অর্থই হল এই ম্যাচটাও ভারত জিতবে।
হিটম্যান বললেন, 'দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আমাদের কোনও অসুবিধা হবে না। এখানে উইকেট খুব ভাল। খুব বেশি বদলায়নি। প্রথমে বল করে আমরা চেষ্টা করব, ওদের যতটা কম রানে আটকে রাখা যায়। দিনের শেষে একটাই কথা সবথেকে গুরুত্বপূর্ণ - কোন দল ভাল পারফরম্যান্স করবে।
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'টস হেরে আমি একেবারে চিন্তিত নই। ভাল ক্রিকেট আমাদের খেলতে হবে। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই ম্যাচটা জয়ের জন্য যা করা উচিত, সেটাই আমরা করব। নিউজিল্যান্ডও ভাল দল। সেটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একই দল নিয়ে মাঠে নামব।'
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, কুলদীপ যাদব।