শেষ আপডেট: 8th March 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হবে। দুই যুযুধান পক্ষই ইতিমধ্যে শেষবেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। টানা চারটে ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেট দল ফাইনালের টিকিট কনফার্ম করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড তিন ম্যাচে জয় এবং একটি হারের জ্বালা বহন করে ফাইনাল ম্যাচটা খেলতে নামবে। আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচে রোহিত শর্মা তাঁর দলের প্রথম একাদশে একটি পরিবর্তন করতে পারেন।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ফাইনাল ম্যাচে ওপেন করতে নামবেন রোহিত শর্মা এবং শুভমান গিল। চলতি টুর্নামেন্টে ভারতের এই দুই ব্যাটার শুরুটা বেশ ভাল করেছেন। টিম ইন্ডিয়ার হয়ে আক্রমণাত্মক শুরু করছেন রোহিত শর্মা। এরপর শুভমান টিম ইন্ডিয়ার হয়ে একটা লম্বা ইনিংস খেলার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জুটিতে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। আর সেকথা মাথায় রেখে ফাইনাল ম্যাচে হিটম্যান দলের ওপেনিং জুটি বদলাতে চাইবেন না।
মিডল অর্ডারে তিন নম্বরে দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি। বিরাটের ব্যাট আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে। এছাড়া চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করবেন অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। এই পর্যন্ত রোহিত শর্মা দলের লোয়ার মিডল অর্ডারে এই ক্রিকেটারদের উপরেই ভরসা রেখেছেন।
স্পিন বোলার কুলদীপ যাদবকে এই ম্যাচ থেকে ড্রপ করা হতে পারে। এছাড়া রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী দায়িত্ব সামলাবেন। আশা করা হচ্ছে, কুলদীপ যাদবের পরিবর্তে হর্ষিত রানাকে একটা সুযোগ দেওয়া হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে হর্ষিত তিন উইকেট শিকার করেছিলেন। এর পাশাপাশি টিম ইন্ডিয়ার পেস বোলার হিসেবে মহম্মদ সামি এবং হার্দিক পান্ডিয়াকে দেখা যেতে পারে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, হর্ষিত রানা।