শেষ আপডেট: 9th March 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। দুই শিবিরেই আপাতত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। টিম ইন্ডিয়া এই নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে। এই মরশুমে দুটো দলই বেশ ভাল পারফরম্যান্স করেছে।
এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কিউয়িদের ৪৪ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কখন-কোথায়-কীভাবে দেখবেন এই ম্যাচ, আসুন সেই ব্যাপারে সবিস্তারে আলোচনা করা যাক।
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ রবিবার অর্থাৎ ৯ মার্চ আয়োজন করা হচ্ছে।
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে।
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন।
জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং একেবারে বিনামূল্যে দেখা যাবে।
ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।
নিউজিল্যান্ড: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লেথাম. গ্লেন ফিলিপস,মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও'রুরকে, নাথান স্মিথ, মার্ক চ্যাপম্যান এবং জ্যাকব ডাফি।