শেষ আপডেট: 10th March 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়্ন্স ট্রফি আপাতত শেষবেলায় এসে উপস্থিত। রবিবার (৯ মার্চ) এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। গ্রুপ পর্বেও এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে ভারত ৪৪ রানে জয়লাভ করে। আজ কেমন পারফরম্যান্স করে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।
টিম ইন্ডিয়া ফাইনাল ম্য়াচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করল। এই ম্য়াচে জেতার পাশাপাশি ১২ বছর পর ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারল।
টিম ইন্ডিয়ার চতুর্থ উইকেটের পতন হল। শ্রেয়স আইয়ার ৬২ বলে ৪৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। স্যান্টনার তাঁকে আউট করেছেন। টিম ইন্ডার স্কোর - ১৮৩/৪।
টিম ইন্ডিয়ার তৃতীয় উইকেটের পতন হল। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ৭৬ রান করে স্টাম্প আউট হলেন। রাচিন রবীন্দ্র তাঁকে আউট করলেন। টিম ইন্ডিয়ার স্কোর ১২২/৩।
টিম ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন হল। শুভমান ৫০ বলে ৩১ রান করে আউট হয়ে গেলেন। স্যান্টনার তাঁকে আউট করেন। গ্লেন ফিলিপস একটি অসাধারণ ক্যাচ নিলেন।
১৭ ওভার শেষে ভারত বিনা উইকেটে ১০০ রান করল। অধিনায়ক রোহিত শর্মা ৬৮ রান এবং শুভমান গিল ২৭ রানে ব্যাট করছেন। ভারতকে এই ম্য়াচে জিততে ১৫২ রান দরকার ফাইনালে বিধ্বংসী ব্যাট করছেন রোহিত শর্মা।
পাঁচ ওভার শেষে ভারতের স্কোর ৩১/০। উইকেটে রয়েছেন রোহিত শর্মা (২১) এবং শুভমান গিল (৫)।
দ্বিতীয় বলে জেমিসনকে একটি বিশাল ছক্কা হাঁকালেন রোহিত শর্মা।
নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে। ৪০ বলে ৫৩ রান করলেন মাইকেল ব্রেসওয়েল।
৮ রান করে আউট হয়ে গেলেন মিচেল স্যান্টনার। বিরাট কোহলির রকেট থ্রো তাঁর উইকেট শিকার করল। নিউজিল্যান্ডের স্কোর ২৩৯/৭।
নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন হল। ১০১ বলে ৬৩ রান করে আউট হলেন ড্যারিল মিচেল। সামি তাঁর উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের স্কোর ২১১/৬।
নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল ৯১ বলে ৫০ রান করলেন। নিউজিল্যান্ড যদি বড় স্কোর করতে চায়, তাহলে মিচেলকে শেষপর্যন্ত লড়াই করতে হবে।
কিউয়ি ব্রিগেডের পঞ্চম উইকেটের পতন। ৫২ বলে ৩৪ রান করে ফিরলেন গ্লেন ফিলিপস। বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হলেন তিনি।
নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন হল। লেথাম ১৪ রান করে LBW হয়ে গেলেন। জাদেজা তাঁর উইকেট শিকার করলেন। নিউজিল্যান্ডের স্কোর ১০৮/৪।
১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮৩/৩। উইকেটে রয়েছেন ড্যারিল মিচেল (৯) এবং টম লেথাম (২)।
যথেষ্ট ব্যাকফুটে চলে গেল নিউজিল্যান্ড। ১১ রানে কেন উইলিয়ামসনকে ফেরালেন কুলদীপ যাদব। দ্বিতীয় উইকেট শিকার করলেন কুলদীপ। নিউজিল্য়ান্ডের স্কোর - ৭৩/৩।
.@imkuldeep18 right on the money.
— BCCI (@BCCI) March 9, 2025
Picks up his second wicket as Kane Williamson is caught and bowled for 11 runs ????????
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/cddLceHDWz
কুলদীপ যাদবের গুগলিতে সম্পূর্ণ পরাস্ত হলেন রাচিন রবীন্দ্র। এটা ভারতের কাছে সবথেকে বড় উইকেট। ক্লিন বোল্ড হলেন রাচিন। ২৯ বলে ৩৭ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের স্কোর ৬৯-১।
Oh Yes!! ????????
— BCCI (@BCCI) March 9, 2025
Kuldeep Yadav comes into the attack and strikes straight up!
Rachin Ravindra is bowled for 37 runs.
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/OnVggoG8h0
১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৯/১। উইকেটে রয়েছেন কেন উইলিয়ামসন (৯) এবং রাচিন রবীন্দ্র (৩৭)।
৭.৫ ওভারে বরুণ চক্রবর্তীর বলে LBW হলেন উইল ইয়ং। ২৩ বলে ১৫ রান করেন তিনি। নিউজিল্যান্ডের স্কোর ৫৭-১।
A much needed breakthrough for #TeamIndia.
— BCCI (@BCCI) March 9, 2025
Varun Chakaravarthy strikes as Will Young is out LBW!
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/JJoQdb3N1B
পাঁচ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩৭/০। উইকেটে রয়েছেন উইল ইয়ং (১০) এবং রাচিন রবীন্দ্র (২৫)।
ব্যাট করতে নামলেন উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্র।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আমাদের কোনও অসুবিধা হবে না। এখানে উইকেট খুব ভাল। খুব বেশি বদলায়নি। প্রথমে বল করে আমরা চেষ্টা করব, ওদের যতটা কম রানে আটকে রাখা যায়। দিনের শেষে একটাই কথা সবথেকে গুরুত্বপূর্ণ - কোন দল ভাল পারফরম্য়ান্স করবে। টস হেরে আমি একেবারে চিন্তিত নই। ভাল ক্রিকেট আমাদের খেলতে হবে। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ম্য়াচ। এই ম্য়াচটা জয়ের জন্য যা করা উচিত, সেটাই আমরা করব। নিউজিল্যান্ডও ভাল দল। সেটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একই দল নিয়ে মাঠে নামব।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, কুলদীপ যাদব।
টসে জিতল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করর সিদ্ধান্ত নিউজিল্যান্ডের।
এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ছিলেন না চক্কোত্তিমশাই। বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি টিম ইন্ডিয়ার এই মিস্ট্রি স্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেন তিনি। আর অভিষেক ম্যাচেই ৪২ রান দিয়ে শিকার করেছিলেন ৫ উইকেট। এটা তাঁর আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ ছিল। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি জোড়া উইকেট শিকার করেছিলেন। আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচে দুবাইয়ের উইকেটে তিনি ভারতীয় ক্রিকেট দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন।
ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে। এছাড়া ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচের লাইভ স্ট্রিমিং একেবারে বিনামূল্যে দেখা যাবে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, কুলদীপ যাদব।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৪১, ২০, ১৫ এবং ২৮ রান করেছেন।
পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদন
With our Chair @jayshah on hand, we announced a landmark partnership with Unilever at a criiio cricket festival event in Dubai celebrating International Women’s Day #IWD2025 pic.twitter.com/vsySgMJQPx
— ICC (@ICC) March 8, 2025
২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার ভারত এবং নিউজিল্যান্ডে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া হেরে গিয়েছিল। এবার সেই হারের বদলা নেওয়ার পালা? প্রতিশোধ নিতে পারবে রোহিত ব্রিগেড?
নমস্কার। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির লাইভ আপডেটসে আপনাদের সবাইকে স্বাগত। ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ মুহূর্তের লাইভ আপডেটসে চোখ রাখুন।