শেষ আপডেট: 9th March 2025 11:24
দ্য ওয়াল ব্যুরো: রবিবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। তবে এই ম্যাচের আগে নিউজিল্যান্ড যে অনেকটাই ব্যাকফুটে রয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কারণ ভারত এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। অন্যদিকে, নিউজিল্যান্ড গ্রুপ পর্বে একটাই ম্যাচ হেরেছে। আর সেটাও ভারতের বিরুদ্ধে। ওই ম্যাচে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ৫ উইকেট শিকার করেছিলেন।
তবে সূত্রের খবর, নিউজিল্যান্ড কিন্তু ফাইনাল ম্যাচের আগে বরুণ চক্রবর্তী কিংবা মহম্মদ সামিকে নিয়ে একেবারে চিন্তিত নয়। তাদের চিন্তা টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে। জানা গিয়েছে, নিউজিল্যান্ডের ব্যাটাররা ফাইনাল ম্যাচে বাঁ-হাতি স্পিনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। আশা করা হচ্ছে, রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচে চার স্পিনার নিয়ে খেলতে নামবে। এটা ভারতে স্পেশাল অ্যাডভান্টেজ দিতে পারে।
নেট বোলার শাশ্বত তিওয়ারি বললেন, 'নেটে নিউজিল্যান্ডের ব্যাটারদের যে বল করতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য। একটা সময় ওঁরা আমাকে ১৮ গজ দুর থেকে বল করতে বলেছিল। রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে এভাবেই প্রস্তুতি গ্রহণ করতে চাইছে। কারণ একটাই। জাদেজার কাছে যে গতি রয়েছে, ওঁরা সেই গতিতেই অভ্যস্ত হতে চাইছেন। আমি ওঁদের চাহিদা অনুসারে বল করেছি। যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছি। তবে ওঁদের মনে হয়েছে যে আমার গতি একটু বেশিই। তাই ২২ গজ দুরত্ব থেকে ফের বল করতে বলা হয়েছে।'
আশা করা হচ্ছে, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হবে না। এছাড়া রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী দায়িত্ব সামলাবেন। এর পাশাপাশি টিম ইন্ডিয়ার পেস বোলার হিসেবে মহম্মদ সামি এবং হার্দিক পান্ডিয়াকে দেখা যেতে পারে।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, হর্ষিত রানা।