শেষ আপডেট: 5th March 2025 22:57
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোন দুটো দল খেলতে নামবে, তা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম সেমিফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল। আর দ্বিতীয় সেমিতে নিউজিল্যান্ড ৫০ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। অর্থাৎ আগামী রবিবার (৯ মার্চ) এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে আরও একবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে।
রবিবাসরীয় ম্যাচে টিম ইন্ডিয়া তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে চাইবে। আর একটা ম্যাচ জিততে পারলেই হবে সেই অসাধ্যসাধন। ভারত ইতিপূর্বে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার এই টুর্নামেন্ট জিতেছিল। যদিও ২০০২ সালে ভারতকে এই টুর্নামেন্টে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। সেইসময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী রবিবার নিউজিল্যান্ডকে হারাতে পারলেই তৃতীয়বার সেই ইতিহাসের পুনরাবৃ্ত্তি ঘটাতে পারবে রোহিত শর্মার দল।
ইতিমধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, রবিবারের ম্যাচে ভারত যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলে পুরস্কার মূল্য হিসেবে তারা কত টাকা পাবে? আইসিসি-র পক্ষ থেকে ইতিমধ্যে সেই টাকার অঙ্কটা জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই টুর্নামেন্টের অন্তিম ম্যাচে যদি টিম ইন্ডিয়া জিততে পারে, তাহলে ১৯.৫ কোটি টাকা পাবে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। সেকারণে আশা করা হচ্ছে, ফাইনালেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে।
এই টুর্নামেন্টে ভারত এবং নিউজিল্যান্ড একই গ্রুপে ছিল। গত রবিবার (২ মার্চ) তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচটি নেহাতই সম্মানরক্ষার হলেও, টিম ইন্ডিয়া কিন্তু কিউয়ি ব্রিগেডকে ৪৪ রানে হারিয়ে দেয় এবং পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করে।
ভারতীয় ব্যাটারদের মধ্যে শ্রেয়স আইয়ার (৯৮ বলে ৭৯ রান) ছাড়া, আর কেউ সেভাবে নজর কাড়তে পারেননি। দলের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল। ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে।
তবে বরুণ চক্রবর্তীর ভেলকিতে নিউজিল্যান্ডের ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে কার্যত শুয়ে পড়েছিল। বরুণ একাই ৫ উইকেট শিকার করেন। আর নিউজিল্যান্ড ২০৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। ফাইনালেও কি ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এমনই কোনও দৃশ্য অপেক্ষা করছে? সেটা আপাতত সময়ই বলবে।