শেষ আপডেট: 9th March 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে সময় বাকি নেই। বেলা আড়াইটে থেকে শুরু হয়ে যাবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। টিম ইন্ডিয়া এই নিয়ে তৃতীয়বার খেলতে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। খুব স্বাভাবিকভাবে রোহিত অ্যান্ড কোম্পানি এই ম্যাচটা জেতার আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু, কোন কৌশলে আজ কিউয়ি বধে সফল হবে ভারত? পাঁচটি উপায় বিশ্লেষণ করল দ্য ওয়াল।
নিউজিল্যান্ডের পেস বোলার ম্যাট হেনরি এই টুর্নামেন্টে বিধ্বংসী ফর্মে রয়েছেন। ইতিমধ্যে তিনি সর্বাধিক ১০ উইকেটও শিকার করেছেন। এরমধ্য়ে দুবাইয়ে আয়োজিত গ্রুপ পর্বের ম্যাচে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। শুরুতেই তিনি শুভমান গিল এবং বিরাট কোহলির উইকেট শিকার করে টিম ইন্ডিয়াকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেন। ফাইনালেও তিনি কিউয়ি ব্রিগেডের কাছে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন। সুতরাং, তাঁকে একটু বেশি সাবধানে সামলাতে হবে।
এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ছিলেন না চক্কোত্তিমশাই। বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি টিম ইন্ডিয়ার এই মিস্ট্রি স্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেন তিনি। আর অভিষেক ম্যাচেই ৪২ রান দিয়ে শিকার করেছিলেন ৫ উইকেট। এটা তাঁর আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ ছিল। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি জোড়া উইকেট শিকার করেছিলেন। আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচে দুবাইয়ের উইকেটে তিনি ভারতীয় ক্রিকেট দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন।
নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র এবং অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। লাহোরে আয়োজিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে তাঁরা দুজনেই শতরান করেছিলেন। এই জোড়া শতরানের দৌলতেই নিউজিল্যান্ড ফাইনালের টিকিট কনফার্ম করেছিল। তাঁদের মধ্যে ১৬৪ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। আরও ভয়ের বিষয় হল, দুজনেই স্পিনারদের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেন।
ভারতের বিরুদ্ধে উইলিয়ামসন ৮১ রানের একটি নজরকাড়া ইনিংস খেলেছিলেন। রাচিন রবীন্দ্র করেছিলেন ২৫ রান। ফাইনাল ম্যাচে ভারতকে জিততে হলে এই দুই ব্যাটারের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা অবশ্যই করতে হবে।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এই টুর্নামেন্টে একটাও বড় রানের ইনিংস খেলতে পারেননি। তাঁর সর্বাধিক স্কোর ৪১। সেটাও আবার বাংলাদেশের বিরুদ্ধে এসেছিল। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ২০+ রান করলেও, শুরুতেই ব্যাটিং ঝড় তুলে বিপক্ষের আক্রমণ তছনছ করে দিয়েছিলেন। যদি ফাইনাল ম্যাচে ভারতকে জিততে হয়, তাহলে রোহিতকে অবশ্যই বড় রানের একটা ইনিংস খেলতে হবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের জন্য কেমন উইকেট প্রস্তুত করা হচ্ছে, তা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। গত চার ম্যাচে স্পষ্ট হয়ে গিয়েছে, দুবাইয়ের উইকেট যথেষ্ট স্লো হবে। এই উইকেট থেকে স্পিনাররা বিশেষ অ্যাডভান্টেজ পাবে। ফাইনাল ম্যাচটা জেতার জন্য আশা করা হচ্ছে টিম ইন্ডিয়া ৪ স্পিনারের উপরেই ভরসা রাখবে। মোটামুটি এই পাঁচটা ফ্যাক্টর যদি টিম ইন্ডিয়া মাথায় রাখতে পারে, তাহলে ২৫ বছর আগেকার বদলা পূরণ করতে পারবে টিম ইন্ডিয়া।