শেষ আপডেট: 8th March 2025 20:22
দ্য ওয়াল ব্যুরো: রবিবার মহাসংগ্রাম। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারত এবং নিউজিল্য়ান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ফাইনাল ম্যাচে কি উইকেটের চরিত্র বদলাতে পারে। সত্যি কথা বলতে কী, প্রথম দর্শনে যেটুকু বুঝতে পারা গেল, উইকেটের উপরিভাগ যথেষ্ট শুষ্ক রয়েছে। এই উইকেটে খুব বেশি রান উঠবে বলে কেউই আশা করছেন না। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিলও একই কথা জানালেন।
ফাইনাল ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন শুভমান গিল। সেখানে তিনি বললেন, 'উইকেটের চরিত্র খুব বেশি একটা বদলাবে বলে মনে হচ্ছে না। তবে এখানে যা গরম আবহাওয়া, সেটা মাথায় রেখেই বলতে পারি যে গোটা টুর্নামেন্টে আমরা যে উইকেটে খেলেছি, ফাইনাল ম্যাচের জন্যও তেমনই উইকেট তৈরি করা হবে।' মজার ব্যাপার, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে সর্বাধিক ২৬৪ রান করেছিল। ফাইনাল ম্যাচে এই রানের চৌকাঠ টপকাবে বলে আশা করা হচ্ছে না।
আর এই উইকেটের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক ইঙ্গিত দিলেন যে টিম কম্বিনেশন হয়ত পরিবর্তন করা হবে না। অর্থাৎ চারজন স্পিনার নিয়েই ফাইনাল ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। বরুণ চক্রবর্তীকে দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে। শোনা যাচ্ছে, ভারত বনাম নিউজিল্যান্ড এবং ভারত বনাম পাকিস্তান যে উইকেটে খেলা হয়েছিল, ফাইনালেও তেমনই পিচের চরিত্র দেখতে পাওয়া যাবে।
ফাইনাল ম্যাচেও আশা করা হচ্ছে, খুব বেশি রান হয়ত স্কোরবোর্ডে দেখতে পাওয়া যাবে না। এই উইকেটে পাকিস্তান ২৪১ রান করেছিল। আর ভারত সেই রানটা মাত্র ৪৩ ওভারেই তুলে ফেলেছিল। ওই ম্যাচেও স্পিনারদের রাজত্ব দেখতে পাওয়া গিয়েছিল। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা মিলে মোট পাঁচটি উইকেট শিকার করেছিলেন।
টাইমস অফ ইন্ডিয়ার একজন সাংবাদিক বললেন, 'ভারত বনাম পাকিস্তান যে উইকেটে খেলা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও তেমনই উইকেট দেখতে পাওয়া যাবে। গত ২৩ ফেব্রুয়ারি এই উইকেট শেষবার ব্যবহার করা হয়েছিল। ফলে ফাইনাল ম্যাচের আগে এই উইকেট অনেকটাই বিশ্রাম পেয়েছে।' এই পরিস্থিতিতে রবিবাসরীয় ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।