শেষ আপডেট: 9th March 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড মহাযুদ্ধ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউয়ি ব্রিগেডের টুঁটি আপাতত চেপে ধরেছে টিম ইন্ডিয়া। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিউয়িদের হয়ে ওপেন করতে নেমেছিলেন উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্র। যদিও নিউজিল্যান্ড আপাতত অনেকটাই ব্যাকফুটে চলে এসেছে। ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮৩/৩। উইকেটে রয়েছেন ড্যারিল মিচেল (৯) এবং টম লেথাম (২)।
তবে এই ম্যাচের অষ্টম ওভারে রাচিন রবীন্দ্রর একটি ক্যাচ মিস করেছিলেন শ্রেয়স আইয়ার। তারপরই স্ট্যান্ড থেকে অনুষ্কা শর্মার একটি প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আইয়ারের এই ক্যাচ মিস দেখে তিনিও চিৎকার করে ওঠেন।
নিউজিল্যান্ড ইনিংসের শুরুটা বেশ ভালই করেছিলেন রাচিন রবীন্দ্র এবং উইল ইয়ং। টিম ইন্ডিয়া এই পার্টনারশিপ ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। অষ্টম ওভারে রোহিত শর্মা উইকেটের আশায় বরুণ চক্রবর্তীর হাতে তুলে দিয়েছিলেন। বরুণের প্রথম বলেই রবীন্দ্র মিড উইকেটের উপর দিয়ে বড় শট খেলতে যান। সেইসময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছিলেন শ্রেয়স আইয়ার। ক্যাচটা খুব একটা সহজ না হলেও, যথেষ্ট দৌড়েছিলেন তিনি।
বলের লাইনে পৌঁছে যান শ্রেয়স। বলটা তাঁর হাতেও লাগে। কিন্তু, তারপর নিজের ভারসাম্য রাখতে পারলেন না শ্রেয়স। আর সেকারণে বলটা শেষপর্যন্ত দু'হাতের ফাঁক গলে বেরিয়ে যায়। এইসময় স্ট্যান্ডে বসেছিলেন অনুষ্কা শর্মা। তিনি রেগে আগুন হয়ে ওঠেন। তাঁর রিঅ্যাকশন মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এই ক্যাচ মিসের খেসারত খুব বেশিক্ষণ দিতে হয়নি টিম ইন্ডিয়াকে। ওভারের পঞ্চম বলে উইল ইয়ংয়ের উইকেট শিকার করেন তিনি। ইয়ং ২৩ বলে ১৫ রান করে ফিরলেন। প্রথম উইকেটে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে উঠছিল।
No one loves Ben Stokes as much as this couple, Virat Kohli and Anushka Sharma, do.#INDvsNZ pic.twitter.com/2Ysm7rFTV9
— Yanika_Lit (@LogicLitLatte) March 9, 2025
আশা করা হয়েছিল, রবীন্দ্র হয় জীবনদান পেয়ে জ্বলে উঠবেন। কিন্তু, সেখানেই মাস্টারস্ট্রোক খেললেন কুলদীপ যাদব। ১০.১ ওভারে কুলদীপ যাদবের গুগলিতে সম্পূর্ণ পরাস্ত হলেন রাচিন রবীন্দ্র। এটা ভারতের কাছে সবথেকে বড় উইকেট। ক্লিন বোল্ড হলেন রাচিন। ২৯ বলে ৩৭ রান করেছেন তিনি। পরের ধাক্কাটা আরও বড়। ১২.২ ওভারে ফেরান কেন উইলিয়ামসনকেও। ১১ রানে ফিরতে হল অভিজ্ঞ কেনকে।