শেষ আপডেট: 3rd February 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আপাতত অতীত। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আরও একবার রোহিত শর্মার নেতৃত্বে ২২ গজের লড়াই করতে নামবে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে টি-২০ সিরিজে অবশ্য ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে দুরমুশ করেছে। এবার ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা একদিনের সিরিজের ফলাফলের জন্য অপেক্ষা করছে। এই সিরিজে রোহিত শর্মা বিরাট কোহলির মতো মহারথীরা খেলতে নামবেন।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রথম ম্য়াচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা এই ম্য়াচ খেলার জন্য নাগপুরে পৌঁছে গিয়েছেন। এরপর দ্বিতীয় ম্যাচ আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বরাবাটি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচটি আগামী ১২ ফেব্রুয়ারি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে প্রত্যেকটা ম্য়াচই বেলা দেড়টা থেকে শুরু হবে।
ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টসে করা হবে। পাশাপাশি প্রত্যেকটা ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে করা হবে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার) এবং রবীন্দ্র জাদেজা।