শেষ আপডেট: 5th February 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ভারত এবং ইংল্য়ান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ আয়োজন করা হবে। সম্প্রতি টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করে। একদিকে ব্যাট হাতে তাণ্ডবলীলা চালিয়েছেন অভিষেক শর্মা। অন্যদিকে, বরুণ চক্রবর্তীর ভেলকিতে ইংরেজ ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছে।
এবার একদিনের ক্রিকেট সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অন্যদিকে, এই সিরিজে খেলতে নামবেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল এবং ঋষভ পন্থরা। অন্যদিকে, জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড ক্রিকেট দল টি-২০ সিরিজ হারার পর ওয়ানডে সিরিজে কামব্যাক করার জন্য লড়াই করবে।
কবে আয়োজন করা হয়েছে প্রথম একদিনের ম্যাচ?
ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটা আগামী ৬ ফেব্রুয়ারি আয়োজন করা হবে।
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?
ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে প্রথম একদিনের ম্যাচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।
কখন থেকে শুরু হবে এই ম্যাচ?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রত্যেকটা ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়েছিল। কিন্তু, ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ শুরুর সময় বদলে গিয়েছে। এই সিরিজের প্রত্যেকটা ম্যাচ বেলা দেড়টা থেকে শুরু হবে। আর ম্যাচ শুরুর ঠিক আধঘণ্টা আগে টস হবে।
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচের লাইভ টেলিকাস্ট?
ভারত বনাম ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।
ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পাল্লা অনেকটাই ভারী। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ১০৭ একদিনের ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৫৮ ম্যাচে জয়লাভ করেছে ভারত। ৪৪ ম্যাচে বাজিমাত করেছে ইংল্যান্ড। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই ব্যবধান বাড়াতেই মাঠে নামবে।
পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের হারানো ব্যাটিং ফর্ম ফিরে পেতে চাইবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অন্য়দিকে, বরুণ চক্রবর্তীকে ওয়ানডে স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে। তবে জসপ্রীত বুমরাহ এই সিরিজে খেলতে পারবেন না। এটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে একটা বড় ধাক্কা।