শেষ আপডেট: 31st January 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার (৩১ জানুয়ারি) ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-২০ ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজেয় লিড হাসিল করতে চায়। চতুর্থ টি-২০ ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ব্যাটার রিঙ্কু সিং একেবারে ফিট হয়ে উঠেছেন। সেকারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন হবে বলেই আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ২ ক্রিকেটার টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ করতে পারেন বলেই আশা করা হচ্ছে।
বাদ পড়তে পারেন ধ্রুব জুরেল!
এই সিরিজের তৃতীয় ম্যাচটা রাজকোটে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়াকে হারতে হয়েছিল। তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ধ্রুব জুরেলকে রাখা হয়েছিল। কিন্তু, তাঁকে আট নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। এই ম্যাচে ধ্রুব যারপরনাই ফ্লপ হয়ে যান। এবার রিঙ্কু সিং কামব্যাক করলে, জুরেলের নাম কাটা হতে পারে।
সুন্দর এবং রবি বিষ্ণোইয়ের মধ্যে কোনও একজনকে খেলানো হবে।
তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া চারজন স্পিন বোলার নিয়ে মাঠে নেমেছিল। এরমধ্যে বরুণ চক্রবর্তী ছাড়া বাকিরা তেমন ভাল পারফরম্যান্স করতে পারেননি। রবি বিষ্ণোই এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আশা করা হচ্ছে, মহম্মদ সামি এবং আর্শদীপ সিংয়ের জুটিকেও এই ম্যাচে দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে চতুর্থ ম্যাচে সামি বল হাতে অবশ্যই নজর কাড়তে চাইবেন। গত ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ :
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সামি, আর্শদীপ সিং।