শেষ আপডেট: 29th January 2025 00:09
দ্য ওয়াল ব্যুরো : আশা করা হয়েছিল, রাজকোটেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে অপরাজেয় লিড হাসিল করতে পারবে। কিন্তু, সেই স্বপ্ন পূরণ হল না। ইংল্যান্ড ক্রিকেট দল এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের দৌলতে ২৬ রানে জয়লাভ করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্য়ান্ড ৯ উইকেটে ১৭১ রান করতে পেরেছিল। এর জবাবে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ১৪৫ রানই করতে পারে। ইংল্যান্ডের হয়ে ধামাকাদার হাফসেঞ্চুরি করেছেন বেন ডাকেট। পাশাপাশি বল হাতেও জেমি ওভারটন ৩ উইকেট শিকার করেন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৫ উইকেট শিকার করলেও, শেষপর্যন্ত তা কোনও কাজে লাগেনি। ভারতের এই পরাজয়ের পিছনে কোন ৩ ক্রিকেটারের দায় সবথেকে বেশি, আসুন সেই ব্যাপারে আলোচনা করা যাক।
হার্দিক পান্ডিয়া সাধারণত ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই পরিচিত। কিন্তু, রাজকোটে ঠিক উল্টো ছবিটাই দেখতে পাওয়া গেল। তিনি ৩৫ বল খেললেও মাত্র ৪০ রান করেছেন। পাশাপাশি ইংল্যান্ড বোলারদের তিনি এমন একটা সময় উইকেটটা উপহার হিসেবে দিয়ে এলেন, যখন ভারতীয় ক্রিকেট দলের তাঁকে সবথেকে বেশি প্রয়োজন ছিল। মিডল ওভারে হার্দিকের শ্লথ ব্যাটিংয়ের মূল্য চোকাতে হল টিম ইন্ডিয়াকে। শেষপর্যন্ত জয় ভারতের হাতছাড়া হয়ে যায়।
তৃতীয় টি-২০ ম্যাচে ওয়াশিংটন সুন্দর ব্যাটিং কিংবা বোলিং, কোনও ডিপার্টমেন্টেই সাফল্য পেলেন না। বল হাতে ওয়াশিংটন মাত্র এক ওভারই করেছেন। সেখানেও ১৫ রান দিয়ে এলেন। এরপর তাঁর ব্যাটিং অর্ডার প্রোমোট করা হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। অক্ষর প্যাটেল এবং ধ্রুব জুরেলের আগে ব্যাট করতে নেমে ৬ রান করার জন্য় ১৫ বল খরচ করলেন। সুন্দর এমন একটা সময় বলগুলো নষ্ট করছিলেন, যখন এই ম্যাচটা কার্যত ফিফটি-ফিফটি পজিশনে দাঁড়িয়ে ছিল। সুন্দরের স্লো ব্যাটিংয়ের কারণেই হার্দিকের উপর আরও বেশি চাপ বেড়ে যায়।
সঞ্জু স্যামসন এবং অধিনায়ক সূর্যকুমার যাদব লাগাতার তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন। সঞ্জুর থেকে আশা করা হয়েছিল যে এই ম্যাচে তিনি হয়ত ধামাকাদার ব্যাটিং করবেন। কিন্তু, মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। পাশাপাশি সূর্যকুমার যাদবও দায়িত্বজ্ঞানহীন শট খেলে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি ৭ বলে ১৪ রান করেছেন। সূর্য যদি আরও খানিকটা দায়িত্ব নিয়ে খেলতে পারতেন, তাহলে এই ম্যাচের ফলাফল আলাদাও হতে পারত।