শেষ আপডেট: 12th February 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে আত্মবিশ্বাসটা ভারতীয় ক্রিকেট দলের দরকার ছিল, সেটা আপাতত চলে এসেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। সিরিজের শেষ ম্যাচটা অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১৪২ রানে জয়লাভ করে। ২১৪ রানে অলআউট হয়ে গেল ইংল্যাান্ড।
প্রসঙ্গত, টস জিতে ইংল্যান্ড কেন যে এই উইকেটে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। শুভমান গিলের কাছে এই মোতেরা স্টেডিয়াম আসলে ঘরের মাঠ। ফলে এই উইকেটে তিনি যে জ্বলে উঠবেন, সেটাই স্বাভাবিক ছিল। হলও তাই। 'প্রিন্স' শুভমানের ব্যাট থেকে বেরিয়ে এসেছিল একটি ঝকঝকে শতরান। এই সিরিজে তিনি যথেষ্ট ভালো ব্য়াট করলেন। প্রথম দুটো ম্যাচে তিনি যথাক্রমে ৮৭ এবং ৬০ রান করেছিলেন। অবশেষে সেঞ্চুরিতে হল মধুরেণ সমাপয়েত।
এই ম্যাচটা বিরাট কোহলির কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের পর থেকে তাঁর ব্যাটে আর বড় রান দেখতে পাওয়া যায়নি। হাঁটুর চোটের জন্য তিনি এই সিরিজের প্রথম ম্যাচটা খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তিনি মাত্র ৫ রান করে আদিল রশিদের বলে প্যাভিলিয়নে ফিরে যান। তবে বুধবারের (১২ ফেব্রুয়ারি) ম্যাচে তাঁর হাফসেঞ্চুরি টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনেকটাই স্বস্তি দেবে।
আরও একজনের কথা না বললেই নয়। তিনি শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজে তাঁর খেলার কোনও কথাই ছিল না। প্রথম ম্যাচে বিরাট চোট পাওয়ার কারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। আর এই সুযোগটা তিনি ২০০ শতাংশ কাজে লাগান। এই সিরিজে তিনি যথাক্রমে ৫৯, ৪৪ এবং ৭৮ রান করলেন। সবথেকে বড় কথা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তিনি নিজের জায়গা পাকা করে ফেলেছেন।
৩৫৭ রানের টার্গেট ইংল্যান্ডের সামনে যে খুব একটা সহজ হবে না, সেটা বলাই বাহুল্য। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যা আয়তন, সেখানে এই রানটা ব্রিটিশ ব্যাটারদের কাছে যথেষ্ট চাপের হবে, তা আগেই অনুমান করা হচ্ছিল। কিন্তু, ভারতীয় বোলারদের সামনে যে তারা এভাবে নতি স্বীকার করবে, সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেননি। ভারতের হয়ে দুটো করে উইকেট শিকার করলেন আর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব।
বুধবার এই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্শদীপ সিং। মহম্মদ সামিকে বিশ্রাম দিয়ে তাঁকে এই ম্যাচে নামানো হয়। অনেকেই টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে বাঁকা চোখে দেখেছিল। কিন্তু, তিনি জোড়া উইকেট তো শিকার করলেনই, সেটাও আবার প্রথম পাওয়ার প্লে চলাকালীন শিকার করেন। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম একাদশে কেমন কম্বিনেশন তৈরি হয়, সেদিকে অবশ্যই সকলে তাকিয়ে থাকবেন। কারণ সামি আর আর্শদীপের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হর্ষিত রানা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের কাছে অপরিহার্য হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তিন ম্যাচের এই সিরিজে তিনি মোট ৬ উইকেট শিকার করেন। সবমিলিয়ে ভারতের এই পারফরম্যান্স যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তি বাড়াল, তা বলা যেতেই পারে।